রিয়াল মাদ্রিদের বেলজিয়ান উইঙ্গার ইডেন অ্যাজার ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার এই সংবাদটি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।
লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে রিয়ালের সব খেলোয়াড় ও কোচিং স্টাফের করোনা পরীক্ষা করা হয়। সেখানেই পজিটিভ আসে এই দুই খেলোয়াড়ের। এই ফলাফলের পর এখন আইসোলেশনে আছেন তারা।
‘কাসেমিরো এবং অ্যাজারের শুক্রবার করা করোনা টেস্টে পজিটিভ ফল এসেছে। অন্য সকল খেলোয়াড়, কোচিং স্টাফ এবং তাদের সঙ্গে সরাসরি কাজ করা বাকি সব ক্লাব কর্মচারীর ফল নেগেটিভ।,’ এক বিবৃতিতে জানায় রিয়াল মাদ্রিদ।
এই মৌসুমে রিয়ালের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন অ্যাজার। অন্যদিকে কাসেমিরো খেলেছেন সব ক’টি ম্যাচ। দুজনই মিস করতে যাচ্ছেন ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচ।
এই ম্যাচের পর আন্তর্জাতিক বিরতি থাকায় আর ম্যাচ নাও মিস হতে পারে তাদের।
রিয়ালের ক্যাম্পে এটি করোনার দ্বিতীয় ধাক্কা। এর আগে, ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগের করোনা টেস্টে পজিটিভ ফলাফল আসে ডিফেন্ডার এদার মিলিতাওয়ের।