ঢাকায় পৌঁছেছেন সাইফ স্পোর্টিং এর নতুন কোচ পল যোসেফ পুট। শনিবার সকালে ঢাকায় আসেন তিনি। নতুন ফুটবল মৌসুমে সাইফের ডাগ আউটে দ্রাগো মামিচের জায়গা নিচ্ছেন এই বেলজিয়ান।
এর আগে ২০১৫ সালে জর্ডানের কোচ হয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে অংশ নিয়ে ঢাকার অভিজ্ঞতা পেয়েছিলেন কোচ পল পুট। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাইফের দায়িত্ব নিয়ে এশিয়ার ফুটবলে কাজ করতে বদ্ধপরিকর ইউয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচ।
পল পুট বলেন, ‘বেলজিয়ামে অনেক ক্লাবে কাজ করার অভিজ্ঞতা আছে। আফ্রিকায় ১৫ বছর কাজ করেছি। অভিজ্ঞতা ভালো। সফলতাও পেয়েছি। এশিয়ায় কাজ করতে মুখিয়ে আছি। কাজটা সহজ হবে না। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।’
ক্রোয়েশিয়ার কোচ দ্রাগো মামিচকে বিদায়ের পর একজন নতুন কোচ খুঁজছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম শীর্ষ দল সাইফ স্পোর্টিং ক্লাব। অবশেষে নিয়োগ দিয়েছে ৬৪ বছর বয়সী পুটকে।
পল পুটের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। এর আগে জর্ডান, কেনিয়া, বুরকিনা ফাসো, গাম্বিয়া ও সবশেষ ইকুয়েটোরিয়াল গিনি জাতীয় দলের দায়িত্ব সামলেছেন তিনি। এ ছাড়া বেলজিয়ামসহ বিভিন্ন দেশের ক্লাবে কোচিংয়ের অভিজ্ঞতা আছে তার।
ডিসেম্বরে ফেডারেশন কাপ দিয়ে মাঠে ফিরছে দেশের ফুটবল। নভেম্বরের ১ তারিখ থেকে শুরু হয়েছে দলবদল। দুয়েকদিনের মধ্যে ফুটবলারসহ যাবতীয় বিষয় চূড়ান্ত করে ঘোষণা দেবে সাইফ।