বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এসএসসির সাফল্যে সংবর্ধনা পেল কিশোরী ফুটবলাররা

  •    
  • ৭ নভেম্বর, ২০২০ ১৮:২৭

বাফুফের আবাসিক ক্যাম্পে থাকা নয় নারী ফুটবলারকে একটি করে স্মার্ট ফোন দিয়েছে স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার বিকেলে মতিঝিলে বাফুফে ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে সংবর্ধনা দেয়া হয়। এ সময় কেক কেটে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ খেলোয়াড়দের স্বাগত জানান বাফুফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন।  

বাফুফের আবাসিক ক্যাম্পে থাকা নয় নারী ফুটবলারকে একটি করে স্মার্ট ফোন দিয়েছে স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

সংবর্ধনা পাওয়া ফুটবলাররা হলেন ঋতুপর্ণা চাকমা, সাজেদা খাতুন, সিরাত জাহান স্বপ্না, আনাই মগিনী, রেহেনা খাতুন, মাহফুজা খাতুন, আঁখি খাতুন ও শামসুন্নাহার। সবাই বাফুফের বয়সভিত্তিক দলে খেলছেন।

নারী ফুটবলারদের এমন সাফল্য একটি ‘বিশেষ অর্জন’ বলে উল্লেখ করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলেন, ‘ওরা পড়ালেখাও করেছে। তারা আরও পড়ালেখা করে গ্র্যাজুয়েট করতে পারে এই কামনা করি। এটা কিন্তু তাদের একটা বিশেষ অর্জন।

‘একটা গবেষণা বলে ৯০ ভাগ ফুটবলাররা পড়াশোনা করতে পারে না। কারণ তারা সময় পায় না। তাকে সিদ্ধান্ত দিতে হবে, তারা স্ট্যানফোর্ড স্কলারশিপটা নিবে নাকি ম্যানচেস্টার ইউনাইটেডেরর একাডেমিতে যাবে। একসাথে ফুটবল ও পড়াশোনা করা কঠিন। মেয়েরা সেটা করেছে।’

এ ছাড়া নারী লিগ ধারাবাহিকভাবে চালু রাখার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, ‘নারী লিগে ১২ থেকে ১৩ টিম খেলবে পেশাদার হয়ে। এটাই ফুটবলের সৌন্দর্য বাড়াবে। ফুটবল এগিয়ে যাবে। ৫-৬ বছরে ওমেন লিগটা দাঁড়িয়ে যাবে।’

নারী লিগে অচিরেই নিজস্ব একটা দল গড়ার পরিকল্পনার কথা জানালেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। তিনি বলেন, ‘নারী লিগে আমাদের একটা টিম থাকবে। ওয়ালটনের নামে। ফরেন প্লেয়ারদের যে কোটা থাকবে, সেটাও কার্যকর করতে পারি। সব টিমই যেন ন্যাশনাল টিমের প্লেয়াররা পায় সেটা দেখবে বাফুফে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া (মানিক), ফিফা কাউন্সিল মেম্বার, বাফুফে ও এএফসি সদস্য এবং বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফের মহিলা ফুটবল কমিটির সদস্য সৈয়দ রিয়াজুল করিম, বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি।

এ বিভাগের আরো খবর