ইউরোপের দ্বিতীয় সেরা ফুটবল টুর্নামেন্ট ইউয়েফা ইউরোপা লিগে বড় জয় পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাব লেস্টার সিটি ও আর্সেনাল। তবে, অঘটনের শিকার হয়েছে এসি মিলান।
পর্তুগিজ ক্লাব স্পোর্টিং ব্রাগাকে নিজেদের মাঠে ৪-০ গোলে হারিয়েছে লেস্টার। নরওয়ের মলডের বিপক্ষে আর্সেনালের জয় ৪-১ গোলের। নিজ মাঠে ফ্রান্সের লিলের কাছে ৩-০ গোলে হেরে গেছে ইতালিয়ান লিগের শীর্ষে থাকা মিলান।
নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টার শুরু করে দেখেশুনে। প্রথমার্ধে মাত্র এক গোল পায় তারা।
২০ মিনিটে জেমস ম্যাডিসনের সঙ্গে ওয়ান-টু-ওয়ানের পর ফিরতি বলে স্কোর করেন কেলেচি ইয়েহানাচো।
ঐ এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লেস্টার। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রেন্ডন রজার্সের দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় স্বাগতিক দল। ৪৭ মিনিটে দলের লিড দ্বিগুণ করেন ইয়েহানাচো। জেঙ্গিজ উনদারের অ্যাসিস্ট থেকে স্কোরলাইন ২-০ বানিয়ে দেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার।
২০ মিনিট পর ম্যাচ ভাগ্য নিশ্চিত করে লেস্টার। এবারে ইয়েহানাচো বানিয়ে দেন গোল। তার পাস থেকেই দলের তৃতীয় গোল করে ম্যাচকে ব্রাগার ধরাছোঁয়া বাইরে নিয়ে যান ডেনিস প্রায়েট।
৭৮ মিনিটের ম্যাডিসনের গোলে নিশ্চিত হয় লেস্টারের বড় জয়। গ্রুপ জিতে তিন ম্যাচের সবগুলো জিতে লেস্টার আছে শীর্ষে।
গ্রুপ বিতে টানা তিন জয়ে শীর্ষে উঠেছে আর্সেনাল। নিজেদে মাঠ এমিরেটস স্টেডিয়ামে মোলডেকে ৪-১ গোলে হারায় মিকেল আরতেতার দল।
২২ মিনিটে মারটিন এলিংসেনের গোলে লিড মোলডে। তবে, ৪৭ ও ৬২ মিনিটে দুই আত্মঘাতী গোলে লিড পেয়ে যায় আর্সেনাল।
মোলডের ক্রিস্টোফার হোওগেন আর শেরিফ সিনিয়ান নিজেদের জালে বল জড়ালে ২-১ গোলে এগিয়ে যায় আর্সেনাল।
এরপর ৬৯ মিনিটে নিকোলাস পেপে আর ৮৮ মিনিটে জো উইলকক নিশ্চিত করেন আর্সেনালের জয়।