বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতের অনেক ক্লাবই প্রস্তাব দিয়েছিল, দাবি জামালের

  •    
  • ৫ নভেম্বর, ২০২০ ১৯:২৪

শুধু কলকাতা মোহামেডান নয়, ভারতের অনেক ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি করেছেন জাতীয় দলের অধিনায়ক।

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের আই লিগের দল কলকাতা মোহামেডানের সঙ্গে চুক্তি করছেন জামাল ভূঁইয়া। বিষয়টি নিজের মুখেই জানান দিলেন তিনি। শুধু কলকাতা মোহামেডান নয়, ভারতের অনেক ক্লাবের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি করেছেন জাতীয় দলের অধিনায়ক।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে বৃহস্পতিবার জামাল ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘আমার সাইফের সঙ্গে চুক্তি শেষ হয়েছে। সাইফ আমাকে ছাড়তে চায় না। আমি এই শর্তে সম্মত হয়েছি যে, কলকাতা মোহামেডানে ৫ মাস খেলব। এরপর এপ্রিলে ঢাকায় এসে সাইফের সঙ্গে যোগ দিব।’

ভারতের অন্য দলগুলো থেকেও প্রস্তাব পেয়েছেন বলে দাবি করেন জামাল।

‘কলকাতা মোহামেডানই আমাকে শুধু প্রস্তাব দিয়েছে তা নয়, ভারতের অন্য ক্লাবগুলোও প্রস্তাব দিয়েছিল।’

সাত জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা আই লিগের ২০২১-২২ মৌসুম। সাত বছর পর আই লিগে খেলছে কলকাতা মোহামেডান।

এই মৌসুমে ভালো করলে পরের মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) অংশ নেয়ার সুযোগ পেতে পারে তারা। তাই শক্তি বাড়ানোর লক্ষ্যে জামালকে দলে টেনেছে কলকাতার দলটি।

ভারতে খেলার জন্য চুক্তিবদ্ধ হওয়ার পেছনে কারণ জানালেন দেশের পোস্টার বয়। বলেন, “যে সময় ওয়াসিম ভাই (কলকাতা মোহামেডানের ফুটবল সচিব) আমাকে জিজ্ঞেস করেছে, তুমি কি খেলতে চাও আমাদের দলে? আমার প্রথম প্রশ্ন ছিল, ‘তোমরা কি চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে চাও নাকি মিডিয়াম পর্যায়ের একটা দল করতে চাও নাকি নিচের দিকে থাকতে চাও?’ তার উত্তর ছিল, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল সাজাচ্ছি।’ আমার লক্ষ্যও তাই।”

‘ওয়াসিম আমাকে বলছিল, আমরা সেরা খেলোয়াড়দের খুঁজছি এবং অনেক দিন থেকে লক্ষ্য করছি। সুতরাং আমি তোমাকে চাই।’

শিষ্যের চুক্তিতে খুশি জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। জামাল ভূঁইয়া ভালো করলে অন্য ফুটবলারদের বিদেশি লিগে খেলার সুযোগ তৈরি হবে বলে মনে করেন তিনি।

ডে বলেন, ‘এটা অনেক ভালো খবর। সে ওখানে ভালো করলে দেশের অন্য ফুটবলারদের পথ খুলে যাবে। অবশ্যই আন্তর্জাতিক ও ঘরোয়া লিগে ফুটবলারদের ভালো করতে হবে।

‘ধীরে ধীরে ইউরোপের পথে যাবে। যদিও সেটা অনেক দূর। তবে জামাল সেই যাত্রা আবার শুরু করবে বলতে হবে।’

জেমির সুরে কণ্ঠ মিলিয়েছেন জামাল। তিনি বলেন, ‘আমি ওখানে ভালো করলে তারা অন্য প্লেয়ারদের নিবে। আমাকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে হবে। সুতরাং আমি সর্বোচ্চটা দিব। আশা করি আমরা কিছু ফুটবলারকে ভারতে দেখব।’

বিদেশি লিগে খেলার সুযোগ পেতে তরুণ ফুটবলারদের জন্য বিশেষ বার্তা দিলেন তিনি।

‘তরুণ ফুটবলাররা আমার কাছে জানতে চায়, তারা কীভাবে সুযোগ পাবে? আমি বলেছি, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে অবশ্যই চান্স পেতে পার। সে জন্য তোমাকে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে ভালো করতে হবে। তাহলে মানুষ তোমাকে নোটিশ করবে এবং দলে চাইবে।’

শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক দলবদলের ছাড়পত্র পাচ্ছেন জামাল ভূঁইয়া। সাইফের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে খেলতে হবে তাকে। তাহলে মিলবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে দলবদলের ছাড়পত্র।

২০১৭ সাল থেকে সাইফের হয়ে খেলছেন জামাল ভূঁইয়া। সব মিলিয়ে প্রতি মৌসুমে ৫৫ লাখ টাকা চুক্তিতে খেলেন ডেনমার্ক প্রবাসী এই ফুটবলার।

এ বিভাগের আরো খবর