আন্তর্জাতিক ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে ঢাকায় পৌঁছাল নেপাল দল। ৩৬ সদস্যের দলে ফুটবলার ২৫ জন। রাজধানীতে পা রেখেই লক্ষ্যের কথা জানিয়েছেন দলটির কোচ বাল গোপাল মহারজন। বললেন, হার-জিত ছাপিয়ে নিজেদের সেরা পারফরম্যান্স করতে চান দুই ম্যাচে।
করোনা মহামারিতে বাংলাদেশের মতো নেপালেও খেলাধুলা বন্ধ। অনেক দিন পর আন্তর্জাতিক ম্যাচ দিয়ে ফুটবলে ফিরছে হিমালয়ের দেশটি। এই সুযোগটা কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছেন কোচ বাল গোপাল।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘সকালের ফ্লাইটে এসেছি। আমরা ভালো অনুভব করছি এখানে এসে। নেপাল সরকার খেলার অনুমতি দিয়েছে, যা নেপালের ফুটবলের জন্য ভবিষ্যতে ভালো হবে। এই দুটি প্রীতি ম্যাচে দুই দলই উপকৃত হবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।’
১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের সঙ্গে দুটি প্রীতি ম্যাচেই নিজেদের লক্ষ্যের কথা জানান তিনি। বিবেচনায় রাখছেন ফিফা র্যাঙ্কিংকেও।
নেপাল কোচ বলেন, ‘দুটি ম্যাচে ভালো পারফরম্যান্স করে দেখাতে হবে। জয় বা হারের কথা বলছি না; আমাদের সেরাটা দেয়ার জন্য এসেছি। ফল একটা বিষয় থাকবে। মাঠে পারফরম্যান্স করে দেখাতে হবে। র্যাংঙ্কিংয়েরও একটা বিষয় আছে।’
ঢাকায় পৌঁছে তিন দিনের কোয়ারেন্টিনে থাকবে নেপাল দল। অনুশীলন করবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।