বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সহজ ম্যাচ কঠিন করে জিতল বার্সেলোনা

  •    
  • ৫ নভেম্বর, ২০২০ ১০:৫৬

ঘরের মাঠে কিয়েভকে ২-১ গোলে হারায় বার্সেলোনা। বার্সেলোনার হয়ে গোল দুটি করেন অধিনায়ক লিওনেল মেসি ও জেরার্ড পিকে। কিয়েভের হয়ে একমাত্র গোলটি করেন ভিক্টর সিগানকভ। 

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে ডিনামো কিয়েভের বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি হবে কি না, সে বিষয়ে ছিল সন্দেহ। কিয়েভের নয় জন খেলোয়াড় যে ছিলেন করোনা আক্রান্ত! তবে শেষ পর্যন্ত মাঠে গড়িয়েছে সেই ম্যাচ। ঘরের মাঠে কিয়েভকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্টই তুলে নেয় বার্সেলোনা।

বার্সেলোনার হয়ে গোল দুটি করেন অধিনায়ক লিওনেল মেসি ও জেরার্ড পিকে। কিয়েভের হয়ে একমাত্র গোলটি করেন ভিক্টর সিগানকভ। 

তবে শেষ পর্যন্ত দুই দলের নায়কই তাদের গোলরক্ষক। ইনজুরি থেকে ফিরে প্রথম ম্যাচেই বার্সেলোনাকে বারংবার বাঁচিয়েছেন মার্ক-আন্ড্রে টার স্টেগেন। অন্যদিকে কিয়েভের গোলরক্ষক রুস্তান নেশ্চেরেত বার্সেলোনার সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন প্রায় চীনের প্রাচীর হয়ে। 

ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা চেপে ধরে কিয়েভকে। পঞ্চম মিনিটে মেসিকে নিজেদের বক্সে ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা। ১৮ গজ দূর থেকে কোনো ভুল করেননি এই আর্জেন্টাইন তারকা। এই মৌসুমে এটি তার চতুর্থ গোল। 

পরের পাঁচ মিনিটের ভেতরই আরও দুটি সুযোগ পায় বার্সেলোনা। ১৭ বছর বয়সী পেদ্রির শট ফিরে আসে বারে লেগে। অন্যদিকে আঁতোয়া গ্রিজমান এই মৌসুমে তার বাজে ফর্মের ধারা বজায় রেখে ফাঁকা গোলে বল মারেন বাইরে। 

এরপর খেলায় ফিরে আসে কিয়েভ। তবে সে জন্য পুরো কৃতিত্ব তাদের গোলরক্ষক নেশ্চেরেতের। মেসির ফ্রি-কিক প্রায় জড়িয়েই গিয়েছিল জালে। শেষ মুহূর্তে ১৮ বছর বয়সী এই গোলকিপার দারুণ এক সেভ করে গোলবঞ্চিত করেন মেসিকে। 

অন্যদিকে কিয়েভের বেশ কয়েকটি দারুণ সুযোগও নস্যাৎ করে দেন স্টেগেন। তাতে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকে বার্সেলোনা আবারও শানাতে থাকে আক্রমণের ধার। সেখান থেকে গোল প্রায় পেয়েই যাচ্ছিল তারা। বদলি হিসেবে নামা উসমান ডেম্বেলের দূরপাল্লার শট এগোচ্ছিল গোল হওয়ার লক্ষ্যেই। তবে শেষ মুহূর্তে আবারও নেশ্চেরেতের সেভে ব্যবধান দ্বিগুণ হয়নি বার্সেলোনার। 

তবে তার কিছুক্ষণ পর আর শেষরক্ষা হয়নি কিয়েভের। ৬৫ মিনিটে আনসু ফাতির ক্রস থেকে হেডে গোল করে বার্সেলোনার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন জেরার্ড পিকে। 

তবে মিনিট দশেক পরই সিগানকভের গোলে ব্যবধান অর্ধেক করে কিয়েভ। শেষ দিকে আরও কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি তারা। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। 

এই জয় দিয়ে তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে গ্রুপ জি এর শীর্ষস্থানে জায়গা ধরে রাখল বার্সেলোনা। ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইউভেন্তাস। এক পয়েন্ট করে নিয়ে শেষ দুই স্থানে আছে কিয়েভ ও ফেরেনতসভারোস। 

এ বিভাগের আরো খবর