‘ভাল প্রস্তাব পেলে ভেবে দেখব। একই রকম প্রস্তাব পেলে বাংলাদেশে নয় কেন?’ কলকাতা মোহামেডানের সঙ্গে চুক্তি নিয়ে গত সপ্তাহে নিউজবাংলাকে একথা বলেছিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। অবশেষে তার ভারতের আই লিগে খেলার গুঞ্জন সত্য হতে চলেছে। সাইফ স্পোর্টিং ছেড়ে কলকাতা মোহামেডানে পাড়ি জমাচ্ছেন দেশের এই মিডফিল্ডার।
কলকাতা মোহামেডানের ফুটবল সচিব ওয়াসিম আকরাম চুক্তির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘চুক্তি নিশ্চিত হয়ে গেছে। প্রথমে এমন ছিল ওকে যেন আমরা লোনে নিতে পারি। তবে বিষয়টা মীমাংসা হয়ে গেছে। কয়েকদিনের মধ্যেই কাগজপত্রে বিষয়টা চূড়ান্ত করব।’
সাত জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা আই লিগের ২০২১-২২ মৌসুম। সাত বছর পর আই লিগে খেলছে কলকাতা মোহামেডান। এই মৌসুমে ভাল করলে পরের মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) অংশ নেয়ার সুযোগ পেতে পারে তারা। তাই শক্তি বাড়ানোর লক্ষ্যে জামালকে দলে টেনেছে কলকাতার দলটি।
জানুয়ারিতে শুরু হয়ে আই লিগের আসর চলতে পারে মার্চ পর্যন্ত। জামালকে মোহামেডান চায় আই লিগের শেষ ম্যাচ পর্যন্ত।
আকরাম বলেন, ‘আই লিগের শেষ ম্যাচ পর্যন্ত জামালের সঙ্গে চুক্তি হবে। এর পরে কোন সমস্যা নাই।’
শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক দলবদলের ছাড়পত্র পাচ্ছেন জামাল ভূঁইয়া। সাইফের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে খেলতে হবে তাকে। তাহলে মিলবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে দলবদলের ছাড়পত্র।
২০১৭ সাল থেকে সাইফের হয়ে খেলছেন জামাল ভূঁইয়া। সব মিলিয়ে প্রতি মৌসুমে ৫৫ লাখ টাকা চুক্তিতে খেলেন ডেনমার্ক প্রবাসী এই ফুটবলার।