ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে বড় জয় পেয়েছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও লিভারপুল। অস্ট্রিয়ার সালজবুর্গকে ৬-২ গোলে হারিয়েছে বায়ার্ন। ইতালিতে আতালান্তার মাঠে লিভারপুল পেয়েছে ৫-০ গোলের জয়। নিজ মাঠে গ্রিসের অলিম্পিয়াকোসকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
সালজবুর্গের মাঠ রেডবুল আরেনায় ম্যাচের শুরুতে লিড নেয় ঘরের দল। মেরগিম বারিশার গোলে ৪ মিনিটে এগিয়ে যায় তারা।
২১ মিনিটে রবার্ট লেওয়ানডোভস্কির পেনাল্টি গোলে সমতা ফেরায় বায়ার্ন। ৪৪ মিনিটে আগে রাসমুস ক্রিস্টেনসেনের আত্মঘাতী গোলে বিরতির আগেই লিড পেয়ে যায় চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে মাসায়া ওকুগাওয়ার গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সালজবুর্গ। তবে, এরপর স্বাগতিকদের আর কোনো সুযোগই দেয়নি বায়ার্ন।
শেষ ১১ মিনিটে চার গোল করে বাভারিয়ানরা। ৭৯ মিনিটে জেরোম বোয়াটেং স্কোরলাইনকে বানিয়ে দেন ৩-২। চার মিনিট পরই গোল করেন লেরয় সানে।
৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেওয়ানডোভস্কি। আর ইনজুরি টাইমে বায়ার্নের বড় জয় নিশ্চিত করেন লুকাস এর্নানদেস।
বায়ার্নের মত প্রতিপক্ষের মাঠে বড় জয় পেয়েছে লিভারপুলও। আতালান্তার মাঠে অল রেডদের হয়ে হ্যাটট্রিক করেন দিয়োগো জোতা। ১৬, ৩৩ ও ৫৪ মিনিটে স্কোর করেন এই পর্তুগিজ।
বাকি দুই গোল আসে মোহামেদ সালাহ ও রবার্তো ফিরমিনোর পা থেকে।
রাতে জয় পেয়েছে ম্যান সিটিও। নিজ মাঠে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় পেপ গার্দিওলার দল। একই ব্যবধানে পর্তুগালের ক্লাব এফসি পোর্তো জিতেছে ফ্রান্সের মার্শেইয়ের বিপক্ষে।