বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসির যত্ন নেওয়ার পরামর্শ রাকিটিচের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ নভেম্বর, ২০২০ ১৬:৩২

কিকে সেতিয়েন এক সাক্ষাৎকারে গত রোববার বলেন যে মেসির মত খেলোয়াড়কে সামলানো কঠিন। সেই মন্তব্যের জের ধরেই মেসির সাবেক সতীর্থ ইভান রাকিটিচ জানান মেসির মত খেলোয়াড়ের বিশেষ যত্ন প্রয়োজন। 

লিওনেল মেসিকে নিয়ে গত কয়েক মাসে কম নাটক হয়নি বার্সেলোনায়। ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিলেন এই আর্জেন্টাইন। শেষ পর্যন্ত তার যাওয়ার পথ আটকে দেন সাবেক বার্সেলোনা সভাপতি হোসেপ মারিয়া বার্তোমিউ। 

নতুন মৌসুমে মাস না গড়াতেই বার্তোমিউ ক্লাব ছেড়েছেন পদত্যাগ করে। যাবার আগে কিকে সেতিয়েনকে বরখাস্ত করে দায়িত্ব দেন রোনাল্ড কোম্যানের কাঁধে। 

সেতিয়েন এক সাক্ষাৎকারে গত রোববার বলেন যে মেসির মত খেলোয়াড়কে সামলানো কঠিন। সেই মন্তব্যের জের ধরেই মেসির সাবেক সতীর্থ ইভান রাকিটিচ জানান মেসির মত খেলোয়াড়ের বিশেষ যত্ন প্রয়োজন। 

আগস্টে পাঁচ বছর বার্সেলোনায় কাটানোর পর সেভিয়ায় ফিরে যান এই ক্রোয়াট মিডফিল্ডার। ৩৩ বছর বয়সী রাকিটিচ ‘মুচোদেপোর্তের’ সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ‘তার পর্যায়ের খেলোয়াড়রা অন্যদের থেকে আলাদা। পার্থক্য তৈরি করে দেয়ার ক্ষমতার জন্য অন্যদের উচিত তার বিশেষ যত্ন নেওয়া। জানি না ভবিষ্যতে আদৌ মেসির মত কাউকে দেখার সৌভাগ্য আমাদের হবে কী না।’

২০২১ সালের জুন মাসে শেষ হচ্ছে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি। এর আগে জানুয়ারি থেকেই অন্যান্য ক্লাবের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারে আলোচনা করতে পারবেন তিনি। বার্তোমিউ পদত্যাগের পর সামনের মার্চে হচ্ছে বার্সেলোনার সভাপতি নির্বাচন। নির্বাচনের সম্ভাব্য প্রায় সকল প্রার্থীই বলেছেন তাদের প্রধান লক্ষ্য মেসিকে বার্সেলোনায় রাখা।

এ বিভাগের আরো খবর