বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবারও হাসপাতালে ম্যারাডোনা

  •    
  • ৩ নভেম্বর, ২০২০ ১২:০০

তার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু না জানালেও তার ডাক্তার বলেন বয়সের কারণে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন, শুক্রবার ৬০তম জন্মদিন পালন করা ম্যারাডোনা।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসক জানিয়েছেন নিয়মিত পরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি হন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

ম্যারাডোনার অসুস্থতার পর, স্থানীয় সংবাদ মাধ্যমগুলো তার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করে। তবে ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকে নিশ্চিত করেছেন করোনা আক্রান্ত হননি সাবেক নাম্বার টেন।

"দিয়েগো ভাল আছে। তবে, তিনি আরও অনেক ভাল থাকতে পারেন। তাকে আমি যেমনটা দেখতে চাই তেমনটা দেখতে পাইনি। সেজন্য বলেছিলাম 'চলুন, ক্লিনিকে যেয়ে একটু দেখা যাক কী অবস্থা'। উনিও তাতে সায় দিয়ে বলেন, 'চল, যাওয়া যাক,'" জানান লুকে।

সোমবার রাতে বুয়েনোস আইরেসের লা প্লাতার একটি ক্লিনিকে ভর্তি করানো হয় তাকে। শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু না জানালেও লুকে বলেন বয়সের কারণে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন শুক্রবার ৬০তম জন্মদিন পালন করা ম্যারাডোনা।

'বিষয়টি গুরুতর নয়। আমরা কোনো জরুরি চিকিৎসার জন্যও হাসপাতালে আসিনি। উনি একজন বয়স্ক মানুষ। নানা ঝামেলা রয়েছে তার জীবনে। এই মুহূর্তে আমাদের সবার উচিৎ তাকে সহায়তা করা। ম্যারাডোনার জীবন সহজ নয়,' যোগ করেন লুকে।

বর্তমানে আর্জেন্টিনার প্রিমিয়ার লিগের ক্লাব হিমনাসিয়ার কোচ ম্যারাডোনা। ৬০তম জন্মদিনে ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে ট্রেনিং গ্রাউন্ডে যান তিনি। তবে অসুস্থতার কারণে ৩০ মিনিট পরই তাকে বাইরে নিয়ে আসেন সহকারীরা। তিনদিন পর তাকে ভর্তি করানো হয় ক্লিনিকে।

এর আগে দুইবার হার্ট অ্যাটাক হয়েছে ম্যারাডোনার। অক্টোবরে তার বডিগার্ডের করোনা ভাইরাস হওয়ায় আইসোলেশনে ছিলেন তিনি। পরীক্ষায় তার করোনা ধরা পড়েনি।

এ বিভাগের আরো খবর