বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাতে ইন্টারের বিপক্ষে রিয়ালের 'ফাইনাল'

  •    
  • ৩ নভেম্বর, ২০২০ ১০:৪৮

গ্রুপ বি-তে দুই দলই আছে ব্যাকফুটে। দুই ম্যাচে কোনো জয় পায়নি রিয়াল। এক ড্র ও এক হার নিয়ে তারা আছে গ্রুপে সবশেষ অবস্থানে। দুই ম্যাচে ড্র করা ইন্টারের অবস্থান তিনে।

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রাতে ইন্টারনাৎসিওনালের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ে ম্যাচ শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত ২টায়।

গ্রুপ বি-তে দুই দলই আছে ব্যাকফুটে। দুই ম্যাচে কোনো জয় পায়নি রিয়াল। এক ড্র ও এক হার নিয়ে তারা আছে গ্রুপে সবশেষ অবস্থানে। দুই ম্যাচে ড্র করা ইন্টারের অবস্থান তিনে।

স্পেন ও ইতালির দুই জায়ান্টের লড়াই পাচ্ছে ভিন্ন মাত্রা। এই ম্যাচে হেরে যাওয়া দলের নক আউটে কোয়ালিফাই করা কঠিন হয়ে যাবে।

ইতালিয়ান প্রতিপক্ষের বিপক্ষে নামার আগে ম্যাচটিকে নিজেদের 'ফাইনাল' বলেছেন রিয়ালের কোচ জিনেদিন জিদান। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এই ফ্রেঞ্চ ট্যাকটিশিয়ান বলেন, 'ম্যাচটি আমাদের জন্য ফাইনাল। আমরা সেভাবেই মাঠে খেলব। তিনটা গুরুত্বপূর্ন পয়েন্টের জন্য এই ম্যাচ। চেষ্টা করব পুরো পয়েন্ট পেতে।'

ইন্টারের শক্তি সমন্ধে খুব ভাল ধারণা আছে জিদানের। ম্যাচের আগে প্রতিপক্ষকে যথেষ্ঠ সমীহ করছেন তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী এই কোচ। জিদান বলেন, 'দলটা সমন্ধে খুব ভাল জানা আছে। তারা দারুণ দল এবং ম্যাচটা আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে।'

রিয়ালের জন্য সুখবর, ইডেন অ্যাজারের ফেরা। লা লিগায় শনিবার উয়েস্কার বিপক্ষে নেমে এক বছর পর গোল করেছেন এই বেলজিয়ান ফরোয়ার্ড। ইন্টারের বিপক্ষে জিদান অ্যাজারের সঙ্গে খেলাবেন কারিম বেনজেমা ও মার্কো আসেনসিওকে।

রিয়াল ইনজুরি সমস্যা কাটিয়ে উঠলেও, ইন্টার আছে দুশ্চিন্তায়। তাদের ইনফর্ম স্ট্রাইকার রোমেলু লুকাকু পুরোপুরি ফিট নন। সান্তিয়াগো বার্নাব্যুয়ে এই বেলজিয়ানকে খেলাতে পারছেন না কোচ আন্তোনিও কন্তে।

লুকাকু জায়গায় কন্তের কাছে বিকল্প হিসেবে আছেন আলেক্সিস সানচেস এবং লাউতারো মার্তিনেস। তবে ছন্দে নেই এই দুই ফরোয়ার্ডের কেউই।

তারপরও, রিয়ালের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে আত্মবিশ্বাসী ইতালিয়ান ক্লাবটি। তাদের মিডফিল্ডার আর্তুরো ভিদাল বার্সেলোনার হয়ে খেলার সময় রিয়ালের বিপক্ষে তাদের মাঠে খেলেছেন। গোলও করেছেন।

এবারে চ্যাম্পিয়নস লিগেও সেটি করতে চান চিলিয়ান মিডফিল্ডার। ভিদাল বলেন,' দারুণ একটা ম্যাচ হবে। আমি চমৎকার দুটো বছর কাটিয়েছি বার্সেলোনায়। আশা করি বার্সেলোনা ও ইন্টার ফ্যানদের সঙ্গে রিয়ালের বিপক্ষে জয় উদযাপন করতে পারব।'

চ্যাম্পিয়নস লিগের অন্যান্য ম্যাচে একই সময়ে মাঠে নামছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। অস্ট্রিয়ার আরবি সালজবুর্গের মাঠে নামছে বায়ার্ন। ইতালির ক্লাব আতালান্তার বিপক্ষে খেলবে লিভারপুক। আর পেপ গার্দিওলার ম্যান সিটি নিজ মাঠে খেলবে গ্রিসের অলিম্পিয়াকোসের বিপক্ষে।

এ বিভাগের আরো খবর