বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারী টুর্নামেন্ট দিয়ে ফুটবল ফিরছে মাঠে

  •    
  • ২ নভেম্বর, ২০২০ ২১:০২

৭ নভেম্বর থেকে শুরু হবে সাত দলের লিগ। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল প্রতিযোগিতা। ৪৯টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে।

নারীদের অনুর্ধ্ব ১৪ টুর্নামেন্ট এবং ফুটবল লিগ দিয়ে ফুটবল ফিরছে বাংলাদেশে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জেএফএ অনূর্ধ্ব ১৪ নারী ফুটবল। ৪৯টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। ৭ নভেম্বর থেকে শুরু হবে সাত দলের লিগ।

সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এটি নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্থগিত হওয়া নারী ফুটবল লিগের নতুন সূচিও প্রকাশ করে ফেডারেশন।

নতুন সূচি অনুযায়ী লিগ টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংস শনিবার মুখোমুখি হচ্ছে তৃতীয় স্থানে থাকা এফসি উত্তরবঙ্গের। কমলাপুর স্টেডিয়ামে হবে ম্যাচ।

লিগ স্থগিত হওয়ার আগে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনের নেতৃত্বে বসুন্ধরা কিংস পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল। নাসরিন স্পোর্টিং ক্লাব দুইয়ে আছে নয় পয়েন্ট নিয়ে। সাত পয়েন্ট নিয়ে উত্তরবঙ্গ ও কাচারিপাড়া একাদশ আছে তিনে।

বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব ছয় পয়েন্ট নিয়ে পঞ্চমে রয়েছে। এখন পর্যন্ত জয় ও পয়েন্টের স্বাদ পায়নি কুমিল্লা ইউনাইটেড এবং স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি।

মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল টুর্নামেন্তের খেলা হবে দেশের ৭টি ভেন্যুতে। এগুলো হচ্ছে দিনাজপুর জেলা স্টেডিয়াম, নওগাঁ জেলা স্টেডিয়াম, লক্ষীপুর জেলা স্টেডিয়াম, মাদারীপুর জেলা স্টেডিয়াম, রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম ময়মনসিংহ, বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম মাগুরা ও কুষ্টিয়া জেলা স্টেডিয়াম। 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে পার্টিসিপেশন মানি হিসেবে ২০ হাজার টাকা ও ম্যাচ বল দয়েছে ফেডারেশন। সাতটি ভেন্যুকে দেওয়া হয়েছে ৩০ হাজার টাকা করে। আঞ্চলিক ভেন্যুর সাতটি চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হবে।

চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী ও রানার্স-আপ দলকে ট্রফি, মেডেল ও প্রাইজমানি প্রদান করা হবে। চ্যাম্পিয়ন দল ৫০ হাজার, রানার্স-আপ দলকে ২৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। এছাড়াও থাকছে ফেয়ার প্লে, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড় ট্রফি, সেরা নতুন খেলোয়াড় এবং সেরা আঞ্চলিক ভেন্যুর ট্রফি।

এ বিভাগের আরো খবর