বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জামাল-তারিকের উত্তরসূরির খোঁজে জেমি ডে

  •    
  • ২ নভেম্বর, ২০২০ ১৮:১৭

‘জাতীয় দলে প্রবাসী ফুটবলার খুঁজে আনতে হবে’ এমন শর্ত ডের চুক্তি নবায়নের সময় জুড়ে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারপর থেকেই ইংল্যান্ডসহ অন্যান্য দেশে সন্ধানে নেমেছেন ইংলিশ কোচ।

ডেনমার্ক প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জামাল ভূঁইয়া এখন জাতীয় দলের অধিনায়ক। ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ইতোমধ্যে জাতীয় দলের ক্যাম্পে অনুশীলন করছেন। লাল-সবুজ জার্সিতে অভিষেকের স্বপ্ন দেখছেন। তাদের মতো আরও প্রবাসী ফুটবলারদের নজরে রেখেছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।

নিউজবাংলাকে প্রবাসী ফুটবলার সন্ধান প্রসঙ্গে জেমি ডে বলেন, ‘করোনার এই পরিস্থিতিতে কোনো ফুটবলারকে ডাকা সম্ভব নয়। এটার জন্য সময় লাগবে। আমরা সন্ধান করছি। নজরে রেখেছি কিছু ফুটবলারদের। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রায়ালে ডাক দিতে পারি।’

‘জাতীয় দলে প্রবাসী ফুটবলার খুঁজে আনতে হবে’ এমন একটা শর্ত ডের চুক্তি নবায়নের সময় জুড়ে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তারপর থেকেই ইংল্যান্ডসহ অন্যান্য দেশে সন্ধানে নেমেছেন ইংলিশ এই কোচ।

আপাতত হাফিজুল রহমান নামে একজন উদীয়মান ফুটবলারকে নজরে রেখেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাকাডেমির এই খেলোয়াড় খেলছেন প্রেস্টন নর্থ এন্ডের যুব দলে। তার সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছেন ডে।

হাফিজুলকে কবে ট্রায়ালে ডাকা হতে পারে প্রশ্ন করা হলে জেমি বলেন, ‘করোনার এই বিরতিতে তার সঙ্গে যোগাযোগ করি। প্রাথমিকভাবে সে আগ্রহ দেখিয়েছে। ওর বয়স খুবই কম। তরুণ একেবারে। ভাল খেলে। তাকে ট্রায়ালে ডাকতে পারি। আপাতত নজরে রাখছি।’ইতোমধ্যে জামাল ভূঁইয়ার উত্তরসূরি তারিক কাজী ঢাকার ফুটবলে থিতু হচ্ছেন। প্রিমিয়ার লিগের শক্তিশালী দল বসুন্ধরা কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন। জাতীয় দলের পাইপলাইনে ঢুকে পড়েছেন। অপেক্ষায় আছেন স্বপ্নের অভিষেকের।

নভেম্বরের ১৩ তারিখ নেপালের বিপক্ষে ম্যাচে তার অভিষেকের বিষয়ে নিশ্চিত নন ডে। বলেন, ‘সে মাত্র অনুশীলন শুরু করেছে। ম্যাচে খেলার জন্য তাকে পুরোপুরি ফিট থাকতে হবে। সে কোন বিশেষ সুবিধা পাবে না। যদি অন্য খেলোয়াড়দের চেয়ে ভাল হয় তাহলে অবশ্যই দলে সুযোগ পাবে।’

তারিককে রাইট ব্যাকে ফিটনেসসহ পারফরম্যান্স প্রমাণ করেই মূল স্কোয়াডে জায়গা করে নিতে হবে বলে জানান তিনি, ‘তার পজিশনে অনেক ফুটবলার আছে। তাকে প্রমাণ করেই দলে সুযোগ পেতে হবে। সো সেরা খেলোয়াড়রাই দলে সুযোগ পাবে। সেরা ২৫ জন বাছাই করবো স্কোয়াডে। সেখানে সেরারাই সুযোগ পাবে।’

এ বিভাগের আরো খবর