স্লাতান ইব্রাহিমোভিচ এসি মিলানে দ্বিতীয়বার যোগ দেন ২০২০ এর শুরুতে। ১৮ ম্যাচে দশ গোল ও পাঁচ অ্যাসিস্ট করে ধুঁকতে থাকা মিলানকে পৌঁছে দেন ইউরোপা লিগে।
নতুন মৌসুমে আরও অপ্রতিরোধ্য এই সুইড। চার ম্যাচে সাত গোল করে মিলানকে সেরি আ টেবিলের শীর্ষে নিয়ে যাওয়া স্লাতান যেন ‘ওয়ান ম্যান আর্মি’। উদিনেসের সঙ্গে সবশেষ ম্যাচ জেতালেন বলতে গেলে একাই!
১৮ মিনিটে তার পাস থেকে গোল করে মিলানকে এগিয়ে নিয়ে যান ফ্রাঙ্ক কেসি। পেনাল্টি থেকে উদিনেসে সমতায় ফেরার পর মিলান কিছুটা থমকে যায়। সেই পরিস্থিতি থেকেও উদ্ধার করেন ৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার।
ম্যাচের ৮৩ মিনিটে উড়ন্ত এক বাইসাইকেল কিকে উদিনেসের জালে বল জড়ান ইব্রা। নিশ্চিত করেন মিলানের তিন পয়েন্ট ও টেবিলে শীর্ষস্থান।
ম্যাচের পর নিজের টুইটার অ্যাকাউন্টে বাইসাইকেল কিকের ছবি দিয়ে জলাতান লেখেন, ‘উড়তে পারলে দৌড়াব কেন?’ আসলেও তাই। জলাতান যখন এই বয়সেও পারছেন শূন্যে ভেসে গোল করে দলকে জেতাতে তিনি দৌড়াবেন কেন?
সুইডিশ কিংবদন্তির এমন গোলে মুগ্ধ ফুটবলের তরুণ সেনসেশন, নরওয়েজিয়ান স্ট্রাইকার আরলিং হালান্ড। তিনি বলেন, ‘এটা অবিশ্বাস্য। ৩৯ বছর বয়সেও সে এত ভালো। সে সাধারণ মানুষ নয়।’
স্লাতানের এমন পারফর্ম্যান্স মিলানকে বসিয়েছে শীর্ষে। মিলান ফ্যানদের স্বপ্ন ইউভেন্তাসের প্রাধান্য খর্ব করে মিলান ফিরিয়ে আনবে স্বর্ণযুগ। তবে এসব নিয়ে ভাবছেন না স্লাতান। আপাতত তিনি উড়ছেন। সঙ্গে উড়ছে মিলান।