বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেলের গোলে টটেনহ্যামের জয়

  •    
  • ২ নভেম্বর, ২০২০ ১০:৫২

সার্হিও রেহিলনের ক্রসে মাথা ছুঁইয়ে সাত বছর পর টটেনহ্যামের হয়ে গোল করেন বেল। তার গোলেই জয় নিশ্চিত হয় লন্ডনের ক্লাবটির।

দ্বিতীয় স্পেলে টটেনহ্যামের হয়ে খেলতে এসে গোলের দেখা পেলেন গ্যারেথ বেল। তার গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ২-১ ব্যবধানে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার।

ব্রাইটনের বিপক্ষে নিজ মাঠে ম্যাচে বেলকে শুরুর একাদশে রাখেননি জোসে মরিনিয়ো। বৃহস্পতিবারের ইউরোপা লিগের ম্যাচের নয়জন খেলোয়াড় বদলি করে দল সাজান এই পর্তুগিজ ট্যাকটিশিয়ান।

তাতেও ম্যাচে প্রাধান্য বিস্তার করতে সমস্যা হয়নি স্পার্সের। ১২তম মিনিটে হাওয়ায় বলের দখল নিতে গিয়ে বক্সে হ্যারি কেইনকে ফাউল করেন ব্রাইটনের অ্যাডাম লালানা।

ভিডিও অ্যাসিসটেন্টের সহায়তা নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট থেকে গোল করতে ভুল করেননি কেইন। ঐ এক গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে স্বাগতিক দল।

বিরতির পর ম্যাচে ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় ব্রাইটন। ৫৬ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা।

পাজকাল গ্রজের পাস থেকে স্কোরলাইন ১-১ বানিয়ে দেন তারিক ল্যাম্পটে। বাকি সময়ে আক্রমণ, পাল্টা-আক্রমণে জমে ওঠে ম্যাচ।

৭০ মিনিটে এরিক লামেলাকে বদলে বেলকে মাঠে নামান স্পার্স বস মরিনিয়ো। মাঠে নামার তিন মিনিট পরই ব্যবধান গড়ে দেন এই ওয়েলশ ফরোয়ার্ড।

সার্হিও রেহিলনের ক্রসে মাথা ছুঁইয়ে সাত বছর পর টটেনহ্যামের হয়ে গোল করেন বেল। তার গোলেই জয় নিশ্চিত হয় লন্ডনের ক্লাবটির।

২-১ গোলের জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে টটেনহ্যাম। সাত ম্যাচে তাদের সংগ্রহ ১৪। দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে লিভারপুল।

লন্ডনের আরেক ক্লাব আর্সেনালও জয় পেয়েছে রাতের ম্যাচে। পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের পেনাল্টি গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ ব্যবধানে হারায় তারা।

 

এ বিভাগের আরো খবর