ক্রিস্টিয়ানো রোনালডো করোনাক্রান্ত হয়ে গুনে গুনে ১৯ দিন আটকে ছিলেন আইসোলেশনে। প্রিয় ফুটবল থেকে থাকতে হয়েছিলো দূরে। ঘরে বসে দেখতে হয়েছিলো বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে হার।
তবে ফিরলেন নিজের মত করেই। বদলি হিসেবে নেমে জোড়া গোল করে নিজ দল ইউভেন্তাসকে উপহার দিয়েছেন স্পেতজিয়ার বিপক্ষে ৪-১ গোলের সহজ জয়।
এই ম্যাচ দিয়ে ফিরলেও প্রথম একাদশে জায়গা হয়নি রোনালডোর। পাওলো দিবালার বদলে যখন মাঠে নামলেন, নীচের সারির দল স্পেতজিয়ার সঙ্গে ইউভেন্তাস ১-১ গোলের সমতায়।
১৪ মিনিটে প্রথম গোল করেছিলেন আলভারো মোরাতার। তবে ৩২ মিনিটে পাওলো বার্তোলোমেই এর পাস থেকে গোল করে স্পেজিয়াকে সমতায় ফেরান তমাসো পবেগা।
তবে ৫৬ মিনিটের মাথায় রোনালডো নামবার পর বদলে গেলো যেন পুরো ইউভেন্তাস দল। নামার তিন মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন এই পর্তুগিজ তারকা।
৭৬ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়িয়ে ৪-১ করে জয় নিশ্চিত করেন। মাঝখানে তৃতীয় গোলটি দেন আদ্রিয়েন রাবিও।
এই জয় দিয়ে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে পৌছুলো চ্যাম্পিয়নরা । অন্য দিকে ছয় ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে স্পেতজিয়া আছে টেবিলের ১৬ নম্বরে।