ববি মিমসের জায়গায় এসে জাতীয় দলের গোলকিপার কোচ হিসেবে কাজ শুরু করেছেন লেস ক্লিভলি। জিকো-রানা-সোহেল-পাপ্পুদের অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি ম্যাচে ভুল করার প্রবণতা কমাতে চান চেলসি-টটেনহ্যাম-ক্রিস্টাল প্যালেসে কাজ করা এই ইংলিশ কোচ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার গোলকিপারদের নিয়ে প্রথম সেশন করেন ক্লিভলি।
এর আগে বৃহস্পতিবার ঢাকায় এসে গোলকিপারদের সঙ্গে আলোচনায় নিজের প্রত্যাশার কথা জানান তিনি।
ক্লিভলি অনুশীলনে প্রত্যেক গোলকিপারের সঙ্গে আলাদা সেশন করেছেন। চার গোলকিপার আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল ও পাপ্পু হোসেনকে নিয়ে প্রাথমিক পর্যায়ের কাজ করেন তিনি।
১৩ ও ১৭ নভেম্বরে নেপালের সঙ্গে বাংলাদেশের দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে আপাতত মৌলিক জ্ঞান নিয়ে কাজ করছেন লেস। অনুশীলন শেষে নিউজবাংলাকে তিনি বলেন, ‘গোলরক্ষকদের ট্যাকটিকস, গেম সিচুয়েশন রিডিং এবং খেলার মধ্যে ইনটেনসিটি বজায় রাখার বিষয়গুলো নিয়ে কাজ করছি আপাতত।’
গত কয়েক বছরে বেশ কয়েকটি ম্যাচে একেবারে শেষ সময়ে গোল হজম করেছে বাংলাদেশ। ম্যাচের শেষ মুহুর্তে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় গোলকিপারদের। গুরুত্বপূর্ণ মুহূর্তে আত্মবিশ্বাস ধরে রাখার উপর কাজ করছেন ক্লিভলি। তিনি বলেন, ‘তাদেরকে আত্মবিশ্বাস দেয়া যে ভুল করলে সমস্যা নেই। সব গোলকিপারই ভুল করে।’
ক্লিভলি বাংলাদেশের গোলিকপারদের পুরনো ম্যাচগুলো দেখছেন। সাত মাস পরে বল নিয়ে মাঠে নেমেছেন জাতীয় দলের ফুটবলাররা। নেপাল ম্যাচে সময় বাকি আছে দুই সপ্তাহের মতো। সময় নিয়ে কিছুটা চিন্তিত ক্লিভলি। বলেন, ‘আমার কিছু সময় লাগবে তাদের সঙ্গে কাজ করতে হবে। ফিজিক্যালি কিপারদের সঙ্গে সেশন করতে হবে। ১০ দিনে যতটুকু সম্ভব তৈরি করতে হবে ওদের।’