বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নেপাল ম্যাচে ফিটনেসেই প্রাধান্য জেমির

  •    
  • ১ নভেম্বর, ২০২০ ১৭:১৯

মূল একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে ফিটনেসকে প্রাধান্য দিচ্ছেন জেমি। বলেন, ‘যারা ফিটনেসসহ সবদিক থেকে এগিয়ে থাকবে তারাই প্রাধান্য পাবে। ইনজুরিতে পড়তে পারে এমন রিস্ক নিব না আমরা।’

নভেম্বরে নেপাল ম্যাচকে সামনে রেখে নয়দিন থেকে অনুশীলন করছেন জাতীয় দলের ফুটবলাররা। বৃহস্পতিবার ক্যাম্পে যোগ দিয়ে রোববার অনুশীলন করিয়েছেন হেড কোচ জেমি ডে।

ফিফা প্রীতি ম্যাচের আগে হাতে ১০ দিনের মতো সময় পাচ্ছেন ইংলিশ কোচ। নেপাল ম্যাচে তিনি বেছে নিতে চাচ্ছেন সবচেয়ে ফিট ফুটবলারদের। রোববার অনলাইন সংবাদ সম্মেলনে এমনটা জানান জেমি ডে।

বলেন, ‘যারা ফিটনেসসহ সবদিক থেকে এগিয়ে থাকবে তারাই প্রাধান্য পাচ্ছে। ইনজুরিতে পড়তে পারে এমন কাউকে নিয়ে রিস্ক নিচ্ছি না আমরা।’

ফিটনেসের প্রাধান্যের বিষয়ে স্বাভাবিকভাবে চলে আসে বসুন্ধরা কিংসের নাম। করোনা বিরতিতে প্রায় দেড় মাস অনুশীলন করেছেন ক্লাবটির ফুটবলাররা। ফিটনেসে তাদের এগিয়ে থাকার কথা স্বীকার করেন জেমি।

জেমি সময় নিতে চান আরও দিন দশেক। বলেন, ‘ছয় সপ্তাহ হলো বেসিক সময় ট্রেনিং করার জন্য। এত সময় নেই হাতে। এর মধ্যেই আমাদের প্রস্তুতি নিতে হবে। কিংসের প্লেয়াররা এগিয়ে আছে ফিটনেসে। এই ১০ দিন পর সবকিছু মিলিয়ে যারা এগিয়ে থাকবে তারাই সুযোগ পাবে।’

১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের সঙ্গে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই জয়ের বিকল্প দেখছেন না জেমি। বলেন, ‘এই দলের প্রত্যেকে জিততে চায়। আমরাও জয়ের জন্য খেলব।’

নেপাল ম্যাচের পর জাতীয় দল নিয়ে ভাবনা জানতে চাইলে জেমি বলেন, ‘ডিসেম্বরে ফেডারেশন কাপ শুরু হচ্ছে। এরপর লিগ শুরু হবে। এর মধ্যে সবাই যার যার ক্লাবে চলে যাবে এবং বিশ্বকাপ বাছাইয়ের জন্য সবাই প্রস্তুত হয়ে যাবে।’

এ বিভাগের আরো খবর