বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেনজেমার জোড়া গোলে রিয়ালের সহজ জয়

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩১ অক্টোবর, ২০২০ ২১:০৯

বেনজেমার জোড়া গোলের সঙ্গে অ্যাজার ও ভালভার্দের গোলে উয়েস্কাকে ৪-১ ব্যবধানে হারায় চ্যাম্পিয়নরা।

কারিম বেনজেমার জোড়া গোলে ঘরের মাঠে উয়েস্কার বিপক্ষে সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ৪-১ গোলের জয় দিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

মাদ্রিদের বাকি দুই গোল করেন ইডেন অ্যাজার ও ফেদেরিকো ভালভার্দে। উয়েস্কার হয়ে একমাত্র গোলটি করেন দাভিদ ফেরেইরো। 

ম্যাচের শুরু থেকে রিয়ালের সঙ্গে সমানতালে পাল্লা দিচ্ছিলো উয়েস্কা। ম্যাচের প্রথম সুযোগটি পায় তারাই। তবে স্ট্রাইকার রাফা মির তার শটে গোলে না রাখতে পারায় এগিয়ে যাওয়া হয়নি নতুন প্রমোশন পাওয়া ক্লাবটির। 

ম্যাচের প্রথম গোল আসে ৪০ মিনিটে। উয়েস্কা বক্সের বাইরে জায়গা পেয়ে বাম পায়ের দারুণ এক শটে বল জালে জড়িয়ে ৩৯২ দিন পর রিয়ালের হয়ে গোল করেন অ্যাজার। 

প্রথমার্ধের শেষ মুহূর্তে লুকাস ভাসকেসের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। মাদ্রিদ প্রথমার্ধ শেষ করে দুই গোলে এগিয়ে থেকে। 

দ্বিতীয়ার্ধে উয়েস্কা ভালো শুরু করলেও বেনজেমার পাস থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন উরুগুইয়ান মিডফিল্ডার ভালভার্দে। এটি ছিল এই মৌসুমে তার তৃতীয় গোল। 

৭৪ মিনিটে রাফা মিরের পাস থেকে গোল করে উয়েস্কাকে আশার আলো দেখান ফেরেইরো। তবে আর গোল পায়নি তারা। 

বরং শেষ মুহূর্তে রদ্রিগোর পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করে মাদ্রিদের শীর্ষস্থান নিশ্চিত করেন বেনজেমা। 

এই জয়ে সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। অন্য দিকে আট ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে উয়েস্কা আছে ১৮ নম্বরে।

এ বিভাগের আরো খবর