প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেড এর মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের একমাত্র গোলটি করেন রাইট ব্যাক কাইল ওয়াকার।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে পেপ গার্দিওলার দল। আট মিনিটের মধ্যে দারুণ দুই সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন ফেরান তরেস ও রাহিম স্টার্লিং।
প্রথম ২৫ মিনিটে আরও কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি ম্যান সিটি। তারা গোলের দেখা পায় ২৮ মিনিটের মাথায়।
ডি বক্সের বাইরে থেকে দারুণ এক ভলিতে শেফিল্ড গোলকিপার অ্যারন রামসডেলকে পরাস্ত করেন ওয়াকার। এই মৌসুমের প্রিমিয়ার লিগে এটি এই ইংলিশ ডিফেন্ডারের প্রথম গোল।
প্রথমার্ধে আরও কিছু সুযোগ পেলেও সেগুলোকে গোলে পরিণত করতে পারেনি ম্যান সিটি। প্রথমার্ধ তারা শেষ করে এক গোলে এগিয়ে থেকেই।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণের ধারা বজায় রাখে সিটি। সুযোগ গুলোর কোনোটিই কাজে লাগাতে না পারায় ব্যবধান বাড়াতে পারেনি তারা। ১-০ গোলের জয় নিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করে সিটিজেনরা।
এই জয় দিয়ে ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে উঠে আসল ম্যান সিটি। অন্যদিকে সাত ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে নেমে গেছে শেফিল্ড।