বাফুফে নির্বাচনে বাফুফে চতুর্থ সহ-সভাপতি পদে টাইব্রেকার জমজমাট হল। চার ভোটের ব্যবধানে স্বতন্ত্রপ্রার্থী তাবিথ আউয়ালকে হারিয়ে নির্বাচিত হয়েছেন সমন্বয় পরিষদের প্রার্থী মহিউদ্দিন মহি।
শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল সাড়ে ১১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে ১টায় শেষ হয়।
দুপুর দুইটায় আনুষ্ঠানিক ঘোষণা দেয় নির্বাচন কমিশন। মোট ১৩ জন প্রতিনিধি ভোট দেন। ৬৭ ভোট পেয়ে চতুর্থ সহসভাপতি নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন মহি। তাবিথ আউয়াল পেয়েছেন ৬৩ ভোট।
নির্বাচন জয়ের পর মহিউদ্দিন মহি জানান তার লক্ষ্য বাফুফের ফুটবল উন্নয়নে বাফুফের পাশে থাকা।
তিনি বলেন, ' ফুটবল অনেক দূর এগিয়ে যাবে এই কামনা করছি। আমি দীর্ঘদিন যাবৎ ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত। ফুটবলের সঙ্গে জড়িত। বাফুফে যে ধরনের পরিকল্পনা করে আগাচ্ছে, তাদের সঙ্গে যুক্ত থেকে ফুটবল উন্নয়নে পাশে থাকব।'
আগে বাফুফের দুর্নীতি নিয়ে মুখ খোলা মহি সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে কোন বিরোধ নেই উল্লেখ করে বলেন, 'কাজী সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত দূরত্ব নেই। ভোটাররা সর্বোচ্চ ভোট দিয়ে তাকে সভাপতি নির্বাচিত করেছেন। তার সঙ্গে কোনো বিরোধ নেই। ফেডারেশনের যেকোনো গঠনমূলক সিদ্ধান্তে আমি পাশে থাকব।'
তিন অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সহ-সভাপতির একটি পদ ছাড়া বাকি সব পদে হার-জিত নির্ধারিত হয়।
বাফুফের দুই সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়াল সমান ৬৫ ভোট পাওয়ায় একই পদের ফল টাই হয়ে যায়। মীমাংসার জন্য শনিবার আবারও ভোটগ্রহণ হয়।