তিন অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সহ-সভাপতির একটি পদ ছাড়া বাকি সব পদে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে। শুধু বাফুফের দুই সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়াল সমান ৬৫ ভোট পাওয়ায় একই পদের ফল টাই হয়ে যায়।
মীমাংসার জন্য শনিবার আবারও ভোটগ্রহণ হবে। রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল সাড়ে ১১টা থেকে ১ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বিকেলের মধ্যেই ফল জানাবে নির্বাচন কমিশন।
তাবিথ ও মহি দুই জনই বাফুফের গত কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারও স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন তাবিথ আউয়াল এবং সমন্বয় ফুটবল পরিষদ প্যানেল থেকে দাঁড়িয়েছেন মহিউদ্দিন মহি।
নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের সুর তাবিথ আউয়ালের কণ্ঠে, ‘গত চার বছর আমি ফুটবলের জন্য যতটুকু কাজ করেছি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ভোটাররা আমাকে জয়ী করবেন।’
আত্মবিশ্বাসের কমতি নেই মহিউদ্দিন মহিরও। তিনি বলেন, ‘১৯৮৬ সাল থেকে সংগঠক হিসেবে কাজ করছি। আমার বিশ্বাস সংগঠক হিসেবে কাউন্সিলরদের আস্থা রাখতে পেরেছি। আমি আশা করি আগামীকালের নির্বাচনে ডেলিগেটরা আমাকে হতাশ করবেন না।’
১৩৯ জন ভোটার এই দু’জনের মধ্য থেকে একজনকে বাফুফের চতুর্থ সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করবেন।