ভারতে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করেননি জামাল ভূঁইয়া। তবে, বড় কোনো অফার পেলে ভারতীয় আই লিগে খেলার কথা বিবেচনা করবেন, দেশে ফিরে এমনটাই নিশ্চিত করেছেন এই মিডফিল্ডার।
ভারতের কলকাতা মোহামেডানের সঙ্গে জামাললের চুক্তির গুঞ্জণ শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। শুক্রবার জাতীয় দলের অনুশীলন সেশন শেষে ভারতে খেলার বিষয়টি নিয়ে কথা বলেছেন জাতীয় দলের অধিনায়ক।
জামাল বলেন, ‘আমি কোন চুক্তির প্রস্তাব পাইনি। এটা শুধু গুঞ্জন। যদি পাই আমি জানাবো। কিছুদিনের মধ্যে জানাতে পারবো। ঢাকায় আছি। যদি কোনো প্রস্তাব পাই তাহলে চুক্তিটা দেখব।’
সাইফ স্পোর্টিংয়ে চার বছর ধরে খেলছেন জামাল। প্রতি মৌসুমে ৫০ লাখ টাকার চুক্তি আছে তাদের সঙ্গে। এর চেয়ে ভাল প্রস্তাব পেলে ভারতে খেলার বিষয়ে চিন্তা করবেন তিনি। বলেন, ‘ভাল প্রস্তাব পেলে ভেবে দেখব।’
সাইফের সমান প্রস্তাব পেলে দেশেই থেকে যাবেন জামাল ভূঁইয়া। বলেন, ‘একই রকম প্রস্তাব পেলে বাংলাদেশে নয় কেন?’ফুটবল মৌসুমকে সামনে রেখে প্রধান কোচসহ এবার ছয় বিদেশি এনেছে জামালের ক্লাব সাইফ স্পোর্টিং। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা থেকে ফুটবলার আনার জন্য জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) অন অ্যারাইভাল ভিসার চিঠি দিয়েছেন সাইফের কর্মকর্তারা। দ্রাগো মামিচের জায়গায় প্রধান কোচ হিসেবে চূড়ান্ত করা হয়েছে বেলজিয়ামের কোচ পল পুটকে।