বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউরোপা লিগে বড় জয় আর্সেনালের, হেরেছে টটেনহ্যাম

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ অক্টোবর, ২০২০ ১৩:৩৮

ডানডক এফসিকে ৩-০ গোলে হারিয়েছে লন্ডনের ক্লাবটি। অঘটনের শিকার হয়েছে টটেনহ্যাম হটস্পার। বেলজিয়ামের ক্লাব রয়্যাল আন্টোয়ার্প এফসির কাছে একমাত্র গোলে হেরেছে জোসে মরিনিয়োর দল।

ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্ট ইউরোপা লিগের ম্যাচে বৃহস্পতিবার রাতে জয় পেয়েছে আর্সেনাল। নিজ মাঠে আয়ারল্যান্ডের ডানডক এফসিকে ৩-০ গোলে হারিয়েছে লন্ডনের ক্লাবটি। অঘটনের শিকার হয়েছে টটেনহ্যাম হটস্পার।

বেলজিয়ামের ক্লাব রয়্যাল আন্টোয়ার্প এফসির কাছে একমাত্র গোলে হেরেছে জোসে মরিনিয়োর দল।

আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে শুরুতে ঘরের দলকে আটকে রাখে ডানডক। গোল পেতে ৪২ মিনিট অপেক্ষা করতে হয় আর্সেনালকে।

বক্সে ডানডক গোলকিপারের ভুলে বল পেয়ে যান এডি এনকেটিয়াহ। দলকে এগিয়ে নিতে ভুল করেননি ইংলিশ ফরোয়ার্ড। বিরতির আগে আরও এক গোল পায় আর্সেনাল।

৪৪ মিনিটে জো উইলককের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মিকেল আর্তেতার দল।

বিরতি থেকে ফেরার পরপরই ম্যাচে নিজেদের তৃতীয় গোল করে ঘরের দল। উইলককের বাড়ানো বলে স্কোরলাইন ৩-০ বানিয়ে দেন নিকোলাস পেপে। বাকি সময়ে গোল করতে পারেনি দুই দল।

লন্ডনের আরেক ক্লাব টটেনহ্যামের ভাগ্যে জুটেছে পরাজয়। জোসে মরিনিয়োর দল খেলতে নামে আন্টওয়ার্প এফসির মাঠে।

ম্যাচের একমাত্র গোল আসে ২৪ মিনিটে। ডিওমাখসি এমবোকানির অ্যাসিস্ট থেকে স্বাগতিকদের জয় পাইয়ে দেন লিওর রাফায়েলভ।

রাতে আর্সেনাল ছাড়াও বড় জয় পেয়েছে এসি মিলান। চেক রিপাবলিকের স্পার্টা প্রাগকে তারা হারিয়েছে ২-০ গোলে।

এ বিভাগের আরো খবর