প্রথমবারের মতো জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছেন তারিক কাজী। ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার তারিক কাজী বৃহস্পতিবার জাতীয় দলের অনুশীলনে যোগ দেন। নেপালের বিপক্ষে লাল-সবুজ জার্সিতে অভিষেকের স্বপ্ন দেখছেন বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার।
বুধবার ফিনল্যান্ড থেকে ফিরে ক্যাম্পে যোগ দিয়েছেন তারিক। প্রথম ধাপে ফিনল্যান্ড ও দ্বিতীয় ধাপে ঢাকায় করোনা পরীক্ষায় নেগেটিভ আসায়, দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন ২০ বছর বয়সী তারিক।
অনুশীলনের প্রথমদিনে সতীর্থদের উষ্ণ অভ্যর্থনায় আনন্দিত তারিক। বলেন, ‘দুই দিন হলো ঢাকায় এসেছি। আজকে সবার সঙ্গে প্র্যাকটিস করেছি। ভালো লাগছে। দলের সবাই আমাকে দারুণভাবে গ্রহণ করেছে। এটা দারুণ অনুভূতি।’
এর আগে অনেক প্রবাসী ফুটবলার বাংলাদেশে এসে থিতু হওয়ার চেষ্টা করলেও জামাল ভূঁইয়া ছাড়া কেউ সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। সেই তুলনায় তারিক কাজীর ঢাকার ফুটবলে অভিষেক একরকম রাজকীয়ই হয়েছে। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের জার্সি চাপিয়ে গত মৌসুম খেলেছেন দাপটের সঙ্গে। এবারে লক্ষ্য জাতীয় দল।
জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন নিয়ে তারিক নিউজবাংলাকে বলেন, ‘ফুটবল আমার আবেগের জায়গা। যা করার অবশ্যই করব। সর্বোচ্চ চেষ্টা করব। পরিশ্রম করব। স্বপ্ন হলো জাতীয় দলের হয়ে খেলা।’
শীতপ্রধান দেশ থেকে এসে ঢাকার আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি, ‘ফিনল্যান্ড থেকে এসেছি। ওখানে মাইনাস ২-৩ ডিগ্রি সেলসিয়াস ছিল। এখানে ৩৫ ডিগ্রি। অবশ্যই অনেক পার্থক্য। যদি আরও কিছু সেশন করি তাহলে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারব। সমস্যা হবে না।’