বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্যাম্পে যোগ দিলেন জেমি ডে

  •    
  • ২৯ অক্টোবর, ২০২০ ১৬:৫৫

তিন ব্রিটিশ কোচের করোনা পরীক্ষা করিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফল নেগেটিভ হলে শুক্রবার থেকে জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে পারবেন তারা।

ঢাকায় ফিরে জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন হেড কোচ জেমি ডে। একই সাথে যোগ দিয়েছেন সহকারি কোচ স্টুয়ার্ট পল ওয়াটকিস ও গোলরক্ষক কোচ লেস ক্লিভলি। বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন তারা। 

তিন ব্রিটিশ কোচের করোনা পরীক্ষা করিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফল নেগেটিভ হলে শুক্রবার জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে পারবেন তারা।

জাতীয় দলের ক্যাম্পে ফেরাটা স্বস্তির জেমি ডের জন্য। ঢাকা ফিরে নিউজবাংলাকে এই ইংলিশ ট্যাকটিশিয়ান বলেন, ‘অনেকদিন ইংল্যান্ডে ছিলাম। বহুদিন পর জাতীয় দলের সঙ্গে ফিরছি। এটা একটা প্রশান্তি। বিশ্বকাপের বাছাইপর্বের পর আর খেলা হয়নি। পরের বছরটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই ফিফা ম্যাচগুলো অনেক গুরুত্ব বহন করে।’

নভেম্বরে ১৩ ও ১৭ তারিখে দুটি ম্যাচ নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে ফিটনেস সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে ডের কাছে। তিনি বলেন, ‘করোনার কারণে ৭-৮ মাস ফুটবলাররা ঘরে বসে আছে। হোয়াটস্যাপে তাদের প্রতিদিন শিডিউল করে দেয়া হয়েছে। নিজেদের ফিট রাখতে যথেষ্ট চেষ্টা করেছে তারা। যদিও দীর্ঘ সময়ে মানসিক আর শারীরিকভাবে শক্ত থাকা কষ্টকর। তাদের এখন নেপাল ম্যাচের জন্য উপযুক্ত করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।’

১১ মাস পর জাতীয় দল মাঠে নামছে। নেপাল ম্যাচে জয়-পরাজয়ের চেয়ে এটাই মুখ্য জেমির কাছে, ‘ম্যাচটাতে জয়-পরাজয় বিষয় না। গুরুত্বপূর্ণ হলো দীর্ঘ সময় পরে ফুটবলাররা মাঠে ফিরছে। এটাই স্বস্তি। তবে অবশ্যই আমরা জয়ের জন্য মাঠে নামবো।’

বাংলাদেশ জাতীয় দলের গোলকিপার কোচ হিসেবে নিয়োগ পাওয়া লেস ক্লিভলি জানালেন নতুন দলের হয়ে দ্রুত কাজ শুরু করতে চান তিনি। ক্যাম্পে থাকা চার গোলকিপার আশরাফুল রানা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো ও পাপ্পু হোসেনকে নিয়ে প্রশিক্ষণ শুরু করবেন চেলসি-টটেনহ্যাম-ক্রিস্টাল প্যালেসের সাবেক এই ট্রেইনার ।

তিনি বলেন, ‘প্রথমে গোলকিপারদের বর্তমান অবস্থা দেখার চেষ্টা করব। তাদের নিয়ে সেশন করে টেকনিক্যাল জায়গায় কাজ করার চেষ্টা করবো। দুর্বলতা নিয়ে কাজ করতে হবে। বহুদিন থেকে তারা মাঠের বাইরে। সুতরাং ফ্লেক্সিবিলিটি নিয়েও কাজ করতে হবে। বিষয়গুলো নিয়ে জেমির সঙ্গে আলোচনা করব।’

এ বিভাগের আরো খবর