জয় দিয়ে হোসেপ মারিয়া বার্তোমেউ যুগ শুরু করল বার্সেলোনা। প্রেসিডেন্ট ও তার বোর্ড পরিচালকেরা পদত্যাগের পরদিনই ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে জয় পেয়েছে লিওনেল মেসির দল।
ইতালিয়ান চ্যাম্পিয়ন ইউভেন্তাসকে ২-০ গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা। তুরিনে সফরকারী দলের হয়ে গোল করেছেন উসমান ডেম্বেলে ও মেসি।
ইউভের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। তৃতীয় মিনিটে ম্যাচের প্রথম পরিষ্কার সুযোগ পায় তারা। পিয়ানিচের শট বারে লেগে প্রতিহত হয়।
১৪ তম মিনিটে প্রথম গোল পায় বার্সা। বক্সের ডানপ্রান্ত থেকে নেওয়া ডেম্বেলের শট ফেদেরিকো কিয়েসার পায়ে লেগে জালে জড়ায়।
পরের মিনিটে স্বাগতিকদের হয়ে স্কোর করেন আলভারো মোরাতা। তবে ভিডিও অ্যাসিসটেন্টের সাহায্যে তা অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি।
মিনিট ১৫ পর আবারও অফসাইডের কারণে বাতিল হয় মোরাতার গোল। ফলে, ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে আবার দুর্ভাগ্যের শিকার হন মোরাতা। ৫৭ মিনিটে অফসাইডের কারণে ম্যাচে তার তিন নম্বর গোল বাতিল করে দেন রেফারি।
ম্যাচ আর কোনো বড় সুযোগ পায়নি ইউভেন্তাস। বার্সেলোনা নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় শেষ মুহূর্তে। ৯০ মিনিটে ফেদেরিকো বারনাদেসকি নিজেদের বক্সে আনসু ফাতিকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা।
স্পট থেকে গোল করে দলের ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন মেসি।
বার্সেলোনা ছাড়াও বুধবার রাতে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি। মার্কাস র্যাশফোর্ডের হ্যাটট্রিকে জার্মানির আরবি লাইপসিগকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউনাইটেড।
রাশিয়ার এফসি ক্রাসনোদারকে ৪-০ গোলে হারিয়েছে চেলসি।
তুরস্কের ইস্তানবুল বেসিকসেহিরের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে পিএসজি।