ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয়হীন থাকল রিয়াল মাদ্রিদ। টুর্নামেন্টে সর্বোচ্চ ১৩ বারের শিরোপা জয়ী দলটি রাতে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে। জার্মানিতে ম্যাচটি ২-২ গোলে ড্র করে রিয়াল।
রিয়ালের ড্রয়ের রাতে জয় পেয়েছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। রাশিয়ার লোকোমোটিভ মস্কোকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন। ফ্রান্সে মার্শেইয়ের মাঠে সিটির জয় ৩-০ গোলের। আর নিজ মাঠে ডেনমার্কের মিটয়িলানের বিপক্ষে লিভারপুল জিতেছে ২-০ ব্যবধানে।
বরুশিয়া পার্কে মার্কাস থুরামের জোড়া গোল স্বাগতিকদের এগিয়ে রাখে শেষ মুহূর্তে পর্যন্ত। ৩৩ মিনিটে নিজের প্রথম গোল করেন থুরাম। তার দ্বিতীয় গোল আসে ৫৮ মিনিটে।
রিয়াল গোলের দেখা পায় ৮৭ মিনিটে। কারিম বেনজেমার স্ট্রাইকে ম্যাচে ফেরে জিদানের দল।
৯৩ মিনিটে সার্হিও রামোসের ক্রসে হেড করে দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেন কাসেমিরো। গ্রুপ বিতে দুই ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে সবার শেষে আছে রিয়াল।
গ্রুপ এর ম্যাচে টানা দ্বিতীয় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। লোকোমোটিভের মাঠে চ্যাম্পিয়নদের হয়ে গোল করেন লিওন গোরেটস্কা এবং ইয়োশুয়া কিমিচ। স্বাগতিকদের হয়ে একমাত্র গোল আসে আন্টন মিরানচুকের পা থেকে।
মার্শেইয়ের মাঠে সার্হিও আগুয়েরো এবং গাব্রিয়েল জেসুসকে ছাড়াই বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। তাদের ৩-০ ব্যবধানের জয়ে গোল পেয়েছেন ফেরান তরেস, ইলকায় গুনদোয়ান এবং রাহিম স্টার্লিং।
আরেক ইংলিশ ক্লাব লিভারপুলও পেয়েছে অনায়াস জয়। নিজ মাঠ অ্যানফিল্ডে মিটিয়িলানের বিপক্ষে চ্যাম্পিয়নদের হয়ে গোল করেছেন দিয়োগো জোতা এবং মোহামেদ সালাহ।