বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জন্মদিনে ডান হাতে গোল করতে চান ম্যারাডোনা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৭ অক্টোবর, ২০২০ ১৯:৩৮

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বাম হাত দিয়ে গোল করেছিলেন তিনি। যেই গোলটি পরিচিত 'হ্যান্ড অফ গড' নামে।

১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনা। দ্বিতীয় গোলটি পেয়েছে ফিফার 'গোল অফ দ্য সেঞ্চুরি' পুরস্কার। সেটির থেকেও বেশি আলোচিত প্রথম গোলটি। কারণ ম্যারাডোনা গোলটি করেছিলেন নিজের বাম হাত দিয়ে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন সুযোগ পেলে ডান হাতেও ইংল্যান্ডের বিপক্ষে গোল করতে চান তিনি। 

ঐ ম্যাচে হাত দিয়ে গোল দিলেও তা চোখে পড়েনি রেফারি ও লাইনসম্যানের। ইংলিশ খেলোয়াড়দের প্রতিবাদের পরও গোল বাতিল হয়নি। ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়ে জিতে নেয় শিরোপা। সেই গোলটি পরে পরিচিতি পায় ‘হ্যান্ড অফ গড’ নামে। 

৩০ অক্টোবর নিজের ৬০তম জন্মদিন পালন করবেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। ফ্রান্স ফুটবলের সঙ্গে সাক্ষাৎকারে ৬০তম জন্মদিনে কোন উপহার পেতে চান এই প্রশ্নের জবাবে ম্যারাডোনার জানান এবার ডান হাতে গোল করতে চান তিনি! 

‘আমি স্বপ্ন দেখি ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি গোল করার, তবে এবার আমার ডান হাত দিয়ে!’ বলেন ম্যারাডোনা। 

ইংল্যান্ডের বিপক্ষে গোলটি হাত দিয়ে করেছিলেন স্বীকার করে ম্যারাডোনা বলেন, ‘জানতাম ওটা আমার হাতে লেগেছে। আমার পরিকল্পনা সেটি ছিল না। ঘটনাটি এত দ্রুত ঘটে যে লাইনসম্যান আমাকে হাত বাড়াতে দেখেনি। রেফারি আমার দিকে তাকিয়ে বলে গোল। সেটা খুব দারুণ মুহূর্ত ছিল। খানিকটা ইংল্যান্ডের বিপক্ষে  প্রতিশোধের মত।’

এ বিভাগের আরো খবর