জাতীয় ফুটবল দলের জন্য কোচ ও সাবেক ফুটবলারদের নিয়ে নির্বাচক কমিটি গঠন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
ন্যাশনাল টিমস কমিটির সঙ্গে আলোচনায় বসে শিগগিরই একটা স্ক্রিনিং কমিটি গঠন করার কথা গণমাধ্যমকে জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
মঙ্গলবার নিউজবাংলাকে কাজী সালাউদ্দিন বলেন, ‘বিশ্বব্যাপী ম্যানেজার ও কোচেরা খেলোয়াড় বাছাই করেন। আপনাদের সঙ্গে দ্বিমত করছি না যে কোচ সব খেলা দেখেন না। কিছু ম্যাচ হয়তো বাদ পড়ে যায়। এবার একটা কমিটি করতে পারি যা হবে স্ক্রিনিং কমিটি। যেটাকে নির্বাচক কমিটি বলতে পারেন।’
কমিটির দায়িত্বে থাকছে জাতীয় দলের ক্যাম্পকে সামনে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে ফুটবলার বাছাই করা। সালাউদ্দিন বলেন, ‘ক্যাম্পের জন্য খেলোয়াড় বাছাইয়ে এই কমিটি কাজ করবে। যখন খেলোয়াড়েরা ক্যাম্পে যোগ দেবেন তখন কোচকেই সব সিদ্ধান্ত নিতে হবে।’
কমিটিতে কারা থাকছে তা এখনই জানাতে চান না সালাউদ্দিন। কমিটির পাশাপাশি ম্যানেজার খোঁজার চলছে জানান তিনি। বলেন, 'ম্যানেজার নিয়ে অনেক রকম আলাপ হচ্ছে। এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে দুয়েকটা জিনিসের। একটা হলো আমরা একজন পেশাদার ম্যানেজার চাই। কারণ আমাদের খুব একটা টেকনিক্যাল ম্যানেজার দরকার নাই।’
সপ্তাহখানেকের মধ্যে ন্যাশনাল টিমস কমিটির সঙ্গে বৈঠকে বসবেন কাজী সালাউদ্দিন। আলোচনার মাধ্যমে জাতীয় দলের জন্য নিরপেক্ষ ম্যানেজার ও নির্বাচক কমিটির বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।