বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগে রাতে নামছে রিয়াল ও লিভারপুল

  •    
  • ২৭ অক্টোবর, ২০২০ ১৩:৩৩

মঙ্গলবার রাত দুইটায় রিয়ালের প্রতিপক্ষ বরুশিয়া মনশেনগ্লাডবাখ। লিভারপুল খেলবে মিটয়িলানের বিপক্ষে। ফ্রান্সে মার্শেইয়ের মাঠে নামছে ম্যান সিটি আর নিজ মাঠে আতলেতির প্রতিপক্ষ সালজবুর্গ।

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচ ডেতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদ।

মঙ্গলবার রাত দুইটায় রিয়ালের প্রতিপক্ষ বরুশিয়া মনশেনগ্লাডবাখ। লিভারপুল খেলবে মিটয়িলানের বিপক্ষে। ফ্রান্সে মার্শেইয়ের মাঠে নামছে ম্যান সিটি আর নিজ মাঠে আতলেতির প্রতিপক্ষ সালজবুর্গ।

মনশেনগ্লাডবাখের মাঠে নামার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে রিয়াল মাদ্রিদ। শনিবারের এল ক্লাসিকোয় বার্সেলোনার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে জিদানের দল।

মনশেনগ্লাডবাখের বিপক্ষে ম্যাচের আগে সুস্থ হয়ে উঠেছেন ইডেন অ্যাজার। স্কোয়াডে তাকে রেখেছেন জিদান। তবে খেলবেন কিনা এই তারকা ফরোয়ার্ড সেটা জানা যাবে ম্যাচের আগ মুহূর্তে।

শাখতারের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করা রিয়াল চায় জার্মানি থেকে জয় নিয়ে ফিরতে।

রাতের অন্য ম্যাচে ডেনমার্কের মিটয়িলানের বিপক্ষে নিজ মাঠে নামছে লিভারপুল। ইংলিশ চ্যাম্পিয়নরা নতুন মৌসুমে ভুগছে ধারাবাহিকতার অভাবে। এভারটনের সঙ্গে ড্রয়ের পর, আয়াক্স ও শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল।

তবে সেরা ছন্দে নেই তাদের ডিফেন্স। ভার্জিল ফন ডাইকের ইনজুরিতে কিছুটা দূর্বল তাদের ব্যাকলাইন। জো গোমেজ ও ফাবিনিয়ো জুটির উপরই ভরসা রাখবেন ক্লপ।

এই ম্যাচেও ফিরছেন না মিডফিল্ডার থিয়াগো আলকানতারা, নাবি কেইতা এবং জোয়েল মাতিপ। শেষ ম্যাচে ইনজুরি কাটিয়ে ফেরা গোলকিপার আলিসন মিটিয়েলানের বিপক্ষেও একাদশে থাকবেন নিশ্চিত করেছেন ক্লপ।

এ বিভাগের আরো খবর