জাতীয় ফুটবল দলের জন্য নিরপেক্ষ ম্যানেজার খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই সপ্তাহের মধ্যে প্রিমিয়ার লিগের কোনো পেশাদার ক্লাবের সঙ্গে যুক্ত নন এমন একজনকে ম্যানেজার হিসেবে নিয়োগ দিচ্ছে ফেডারেশন।
ক্লাব কর্মকর্তাদের বলয় থেকে জাতীয় দলকে নিরাপদে রাখার জন্যই এমন পদক্ষেপ। সবকিছু ঠিক থাকলে নভেম্বরে নেপালের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচে ডাগআউটে নতুন ম্যানেজার পাচ্ছেন জামাল ভূঁইয়ারা।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ নিউজবাংলাকে বলেন, 'এই সপ্তাহে জাতীয় দল কমিটির একটা বৈঠক আছে। সেখানে ম্যানেজার নিয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে।'
বাফুফে জানিয়েছে ম্যানেজারকে বেতনের আওতায় আনা হচ্ছে। জাতীয় ফুটবল দলের সাবেক কোনো ফুটবলারকে এই দায়িত্ব দেয়া হবে।
দীর্ঘদিন থেকে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন বাফুফের সদস্য ও ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু।
বিষয়টি অবশেষে নজরে এসেছে ফেডারেশনের। তারা এখন চাচ্ছে নিরপেক্ষ ম্যানেজার।