বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভার্ডির গোলে আর্সেনালকে হারাল লেস্টার সিটি

  •    
  • ২৬ অক্টোবর, ২০২০ ১১:৫৬

ম্যাচের শুরু থেকে লেস্টারের একাদশে ছিলেন না ভার্ডি। ৬০ মিনিটে ডেনিস প্রায়েতের বদলি হিসেবে তাকে নামান লেস্টার ম্যানেজার ব্রেন্ডন রজার্স।

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে আর্সেনাল। রোববার রাতে নিজ মাঠে লেস্টার সিটির কাছে হেরে যায় লন্ডনের ক্লাবটি। ম্যাচের একমাত্র গোলটি আসে জেমি ভার্ডির পা থেকে।

এমিরেটসে ম্যাচের চার মিনিটে গোল করে আর্সেনাল। কিন্ত আলেক্সান্ডার লাকাজেতের গোল অফসাইডের কারণে বাতিল করে দেন লাইনসম্যান। প্রথমার্ধের পুরোটাতেই ম্যাচের নিয়ন্ত্রণ থাকে আর্সেনালের কাছে।

ম্যাচের শুরু থেকে লেস্টারের একাদশে ছিলেন না ভার্ডি। ৬০ মিনিটে ডেনিস প্রায়েতের বদলি হিসেবে তাকে নামান লেস্টার ম্যানেজার ব্রেন্ডন রজার্স।

নামার ২০ মিনিটের মধ্যেই দলের হয়ে জয়সূচক গোলটি করেন ভার্ডি। চেঙ্গিস উনদারের অ্যাসিস্ট থেকে শেষ ১২ ম্যাচে নিজের ১১ নম্বর গোল করেন তিনি।

ঐ এক গোলই ব্যবধান গড়ে দেয় ম্যাচে। ১৯৭৩ সালের পর প্রথম আর্সেনালের মাঠ থেকে জয় নিয়ে ফেরে লেস্টার সিটি।

তাদের সংগ্রহে এখন ১২ পয়েন্ট। আছে টেবিলের চার নম্বরে। আর্সেনাল ৯ পয়েন্ট নিয়ে আছে দশে। সাউদ্যাম্পটনের কাছে ২-০ গোলে হারের পরও ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে এভারটন।

চ্যাম্পিয়ন লিভারপুলের পয়েন্ট সমান হলেও, গোল পার্থক্যে তারা আছে দুইয়ে।

এ বিভাগের আরো খবর