মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ঘরের মাঠে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের হয়ে গোল করেন ফেদেরিকো ভালভার্দে, সার্হিও রামোস ও লুকা মডরিচ।
বার্সেলোনার একমাত্র গোলটি আসে আনসুমানে ফাতির পা থেকে।
শুক্রবার কাম্প ন্যুয়ে খেলা শুরু হতে না হতেই গোলের খাতা খোলে রিয়াল মাদ্রিদ। কারিম বেনজেমার পাস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন ভালভার্দে।
সমতায় ফিরতে সময় লাগেনি বার্সেলোনার। হোর্দি আলবার পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান ১৭ বছর বয়সী ফাতি।
কিছুক্ষণ পর বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার সুযোগ পান অধিনায়ক লিওনেল মেসি। থিবো কোঁতোয়ার দারুণ সেভে স্কোরলাইন ১-১ রাখে রিয়াল। পরের মিনিটে সুযোগ পায় রিয়াল। টনি ক্রুসের পাস থেকে বেনজেমার শট ফিরিয়ে বার্সেলোনাকে নিরাপদ রাখেন নেতো মুরারা।
দুই দলই কোন পরিস্কার সুযোগ তৈরি না করতে পারায় প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের সমতায়।
দ্বিতীয়ার্ধের আট মিনিটের মাথায় ফাতির ক্রস থেকে গোলের সামনে সুযোগ পান ফিলিপে কোতিনিয়ো। নিজের হেড লক্ষ্যে রাখতে পারেননি এই ব্রাজিলিয়ান।
৬৩তম মিনিটে বার্সেলোনা ডিফেন্ডার ক্লেমঁ লংলে নিজেদের বক্সে মাদ্রিদ অধিনায়ক রামোসের জার্সি টেনে ধরেন। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট থেকে মাদ্রিদকে এগিয়ে নিতে ভুল করেননি রামোস।
৮৫ মিনিটে গোলকিপার নেতোর দারুণ জোড়া সেভে ব্যবধান দ্বিগুণ করতে পারেনি মাদ্রিদ। লুকাস ভাসকেসের পাস থেকে ক্রুসের শট ফেরান নেতো। ফিরে আসা বলে আবারও শট নেন ক্রুস। এবারে কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন তিনি। কর্নার থেকে সুযোগ পান রামোস। তার ভলি ফিরিয়ে দিয়ে আবারও বার্সেলোনাকে খেলায় রাখেন এই স্প্যানিশ গোলকিপার।
নিজ মাঠে শেষ রক্ষা হয়নি বার্সেলোনার। ম্যাচের ইনজুরি টাইমে রদ্রিগোর পাস নেতো ধরতে না পারলে ঠান্ডা মাথায় গোল করেন মডরিচ।
শেষ মুহূর্তে ম্যাচে ফিরতে পারেনি বার্সেলোনা। মৌসুমের প্রথম ক্লাসিকোতে তাদের ভাগ্যে জোটে পরাজয়। এই জয়ে ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। শেষ তিন ম্যাচে এক পয়েন্ট পাওয়া বার্সেলোনার সংগ্রহ পাঁচ ম্যাচে সাত পয়েন্ট।