বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসি ফাউন্ডেশনকে ক্ষতিপূরণ দেবে এবিসি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ অক্টোবর, ২০২০ ১৭:১৫

স্প্যানিশ দৈনিক এবিসি তাদের সংবাদে দাবি করে, মেসির দাতব্য সংস্থা ‘লিওনেল মেসি ফাউন্ডেশন’ কর ফাঁকি দিয়েছে। পরে তা ভুল প্রমাণ হয় আদালতে।

স্প্যানিশ দৈনিক এবিসিকে অবশেষে দিতে হচ্ছে ক্ষতিপূরণ। তাদের এক প্রতিবেদনে দাবি করা হয়, কর ফাঁকি দিয়েছে বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসির দাতব্য সংস্থা।

গত বছর সেপ্টেম্বরে প্রকাশিত ঐ প্রতিবেদনে অভিযোগ করা হয়, মেসির দাতব্য সংস্থা ‘লিওনেল মেসি ফাউন্ডেশন’ তাদের হিসেবে কারসাজি করে কর ফাঁকি দিয়েছে। স্প্যানিশ কোর্টে তাদের এই অভিযোগ মিথ্যা বলে প্রমাণিত হওয়ায় এবিসিকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে ৭,১৪২ ইউরো। 

‘শিরোনাম এবং লেখাটি ব্যবহার করে পাঠককে এটি বিশ্বাস করানোর চেষ্টা করা হয়েছে যে ফাউন্ডেশনটি ট্যাক্স ফাঁকি দিইয়েছে। প্রকাশিত হওয়া অথ্যটি সত্য নয়, তবে এই সাজার বিপক্ষে আপিল করা যাবে,’ রায়ে জানায় স্প্যানিশ কোর্ট। 

এই ক্ষতিপূরণের অর্থটি ‘লিওনেল মেসি ফাউন্ডেশন’ দান করবে সেইন্ট হুয়ান হাসপাতালকে। 

সাম্প্রতিক সময়ে আরও একটি বিতর্কে জড়ায় স্প্যানিশ দৈনিক এবিসি। ফেরেনতসভারোসের বিপক্ষে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার ৫-১ গোলে জয়ের পর ম্যাচ রিপোর্টে কাতালান ক্লাবটির তরুণ উইঙ্গার আনসু ফাতিকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করে এই পত্রিকাটি। 

টুইটারে বার্সেলোনা তারকা আঁতোয়া গ্রিজমান প্রতিবাদ করলেও বার্সেলোনা সিদ্ধান্ত নিয়েছে পত্রিকাটির বিপক্ষে কোন আইনি পদক্ষেপ না নেওয়ার।

এ বিভাগের আরো খবর