বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চেলসি-টটেনহ্যামের কোচ এখন বাংলাদেশের দায়িত্বে

  •    
  • ২২ অক্টোবর, ২০২০ ২২:৫২

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি, টটেনহ্যাম ও ক্রিস্টাল প্যালেসের মতো বড় দলে গোলরক্ষক হিসেবে কাজ করেছেন তিনি।

নভেম্বরে ফিফা প্রীতি ম্যাচ আর বিশ্বকাপ বাছাই সামনে রেখে গোলরক্ষক কোচ হিসেবে লেস ক্লিভলিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের তিনটি শীর্ষ দলের গোলরক্ষক কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নভেম্বরের ১৩ ও ১৭ তারিখ নেপালের সঙ্গে দুটো ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগেই এই ইংলিশ কোচকে দলে পাচ্ছেন আশরাফুল রানা-জিকো-সোহেল-পাপ্পুরা।

ক্লিভলি ছাড়াও জাতীয় দলের জন্য ফিটনেস কোচ হিসেবে ইভান রাজলক ও ফুটবলারদের পারফরম্যান্স বিশ্লেষক হিসেবে ক্রেইগ ডানকানকে চূড়ান্ত করেছে দেশের সর্বোচ্চ ফুটবল সংস্থা।

এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে কাজের অভিজ্ঞতা থাকা ববি মিমস লাল-সবুজদের গোলরক্ষক কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ভারতের দল ইস্ট বেঙ্গলের সঙ্গে চুক্তি করায় তার জায়গা লেস ক্লিভলিকে নিয়োগ দিয়েছে বাফুফে।

লেস ক্লিভলির ক্যারিয়ারটা বেশ ভারী। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি, টটেনহ্যাম ও ক্রিস্টাল প্যালেসের মতো বড় দলে গোলরক্ষক হিসেবে কাজ করেছেন তিনি। খেলোয়াড় জীবনে গোলরক্ষক ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক দল সাউদাম্পটন এফসিতে।

চেলসি-আর্সেনালের সাবেক ফুটবলার পিওতর চেকের মতো কিংবদন্তি গোলরক্ষকদের সঙ্গে করেছেন লেস ক্লিভলি। সব ঠিক থাকলে ২৯ অক্টোবরই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।

এ বিভাগের আরো খবর