ফুটবল ভক্তরা যখন আবারও একটি মেসি-রোনালডো দ্বৈরথ দেখার অপেক্ষায় তখনই একটা দুঃসংবাদ দিলেন ক্রিস্টিয়ানো রোনালডো। আবারও করোনা পজিটিভ হয়েছেন ইউভেন্তাসের মহাতারকা। ফলে চ্যাম্পিয়নস লিগের পরের ম্যাচে বার্সালোনার বিপক্ষে মাঠে নামতে পারছেন না তিনি।
পর্তুগিজ গণমাধ্যম কোরেইও দা মানিয়ার বরাত দিয়ে সংবাদ দিয়েছে স্পেনের পত্রিকা মার্কা।
ইউয়েফার নিয়মে অনুসারে ম্যাচ খেলার অন্তত এক সপ্তাহ আগে কোভিড নেগেটিভ হতে হবে খেলোয়াড়দের। দ্বিতীয় পরীক্ষায় পজিটিভ হওয়ায় ২৮ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দর্শক হয়েই থাকতে হচ্ছে রোনালডোকে।
১৩ অক্টোবর করোনায় আক্রান্ত হন সিআরসেভেন। কোনো উপসর্গ ছিল না ৩৫ বছর বয়সী এই ফুটবলারের। লিসবনে জাতীয় দলের ক্যাম্প থেকে ফিরে ইতালিতে কোয়ারেন্টিনে আছেন তিনি।
রোনালডো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর এখনও মেসি-রোনালডো দ্বৈরথ দেখেননি ফুটবল ভক্তরা। চ্যাম্পিয়ন্স লিগেও সবশেষ ২০১১-১২ মৌসুমে দুই মহাতারকার লড়াই দেখেছিল ভক্তরা।
এরইমধ্যে ৩টি ম্যাচ মিস করেছেন রোনালডো। নেশনস লিগে সুইডেনের বিপক্ষে ম্যাচে ছিলেন না। সেরি আতে ক্লাবের হয়ে ক্রোতোনের বিপক্ষেও খেলা হয়নি। চ্যাম্পিয়নস লিগে ইউভের উদ্বোধনী ম্যাচে ডিনামো কিয়েভের বিপক্ষে ম্যাচেও মাঠের বাইরে থাকতে হয়েছে। ২৫ অক্টোবরও ভেরোনার বিপক্ষেও খেলা হচ্ছে না তার।