১৯ ডিসেম্বর ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়াচ্ছে ফুটবল। কয়েক মাস ধরে ফুটবল পাড়ায় গুঞ্জন প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছে না সাইফ স্পোর্টিং ক্লাব। গুঞ্জন উড়িয়ে দিয়ে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে সাইফ।
গত মৌসুমের দলই ধরে রাখছে তারা। থাকছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। শুধু প্রধান কোচ দ্রাগো মামিচের বিকল্প খুঁজছে ক্লাব।
প্রিমিয়ার লিগে অংশ না নেয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দীন বলেন, ‘যে গুঞ্জন চলছে তা সত্য নয়। আমরা সকল ক্লাব বৈঠকে ছিলাম। ক্লাব লাইসেন্সিংয়ের সকল কাজ এগিয়ে যাচ্ছে।’
শক্তিশালী দল নিয়ে মাঠে নামার বিষয়ে নিউজবাংলাকে নিশ্চিত করেন নাসির। বলেন, ‘নতুন মৌসুমের জন্য আমরা প্রস্তুত। আগের দলের সবাই থাকছে। সবাই দলের সঙ্গে কন্টিনিউ করবে। দল থেকে সাতজন জাতীয় দলে ডাক পেয়েছে। গুরুত্বসহ পূর্ণ শক্তির দল নিয়ে এবার খেলব।’
নভেম্বরের এক তারিখ শুরু হচ্ছে এবারের ফুটবল মৌসুমের দলবদল। মাসের প্রথম সপ্তাহেই দলবদলের কাজ সম্পন্ন করবে ক্লাবটি। গেল বার ক্রোয়েশিয়ান দ্রাগো মামিচ প্রধান কোচের দায়িত্বে ছিলেন। তার জায়গায় নতুন বিদেশি কোচ চাইছে ক্লাবটি। সহকারি কোচ হিসেবে থাকছেন জুলফিকার মাহমুদ মিন্টু।
বিদেশি কোচ নিয়োগের বিষয়ে নাসির উদ্দিন বলেন, ‘এবার এমন একজনকে নিবো যাতে ডেভলপমেন্টের কাজও চলে আবার পারফরম্যান্সের কাজও চলে।’
লিগে অংশ নেয়ার পাশাপাশি খেলোয়াড় তৈরির কাজও করে যাচ্ছে সাইফ। এই মৌসুমে নিজেদের বয়সভিত্তিক দল থেকে কয়েকজন ফুটবলারকে সিনিয়র দলে খেলাবেন বলে জানান নাসির উদ্দিন। তিনি বলেন, ‘ইয়াসিন আরাফাত থেকে শুরু করে রহমত মিয়া, পাপ্পু, ফাহিম সবাই যুব দল থেকে এসেছে। এগুলো দিবাস্বপ্নে আসেনি। কষ্ট করে তৈরি করা হয়েছে তাদের। এ ধারা অব্যাহত থাকবে। সিনিয়র দলেও এবার কিছু ফুটবলার দেখবেন।’
১৫ নভেম্বর থেকে অনুশীলন শুরু করবে সাইফ। ৬ নভেম্বর থেকে ফুটবলারদের ধাপে ধাপে করোনা পরীক্ষা করে ক্যাম্পে নেয়া হবে। ভেন্যু হিসেবে প্রাথমিকভাবে নরসিংদীকে চায় ক্লাব কর্তৃপক্ষ।