শুক্রবার ৮০ বছর পূর্ণ করবেন পেলে। বুধবার গণমাধ্যমের কাছে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেছেন মানসিক এবং শারীরিক ভাবে ‘ভাল আছেন’।
৮০তম জন্মদিনকে সামনে রেখে ছোট ভিডিওতে পেলে কৌতুক করে বলেন, ‘সবসময় বুদ্ধিমানের মত না হলেও মসৃণভাবে এতদূর আসার সুস্বাস্থ্য দেওয়াতে ঈশ্বরকে ধন্যবাদ জানাই।
'প্রিয় ফুটবলের জন্য আমি সারা বিশ্ব থেকেই শুভেচ্ছা পেয়েছি। আশা করছি আমি যখন মৃত্যুবরণ করব, তখন সৃষ্টিকর্তা আমাকে একইভাবে স্বাগত জানাবেন।’
সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবে বিবেচিত পেলে কয়েক বছর ধরে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। তিনবারের বিশ্বকাপ জয়ী (১৯৫৮, ১৯৬২, ১৯৭০) এই ফুটবল কিংবদন্তীর একটি মাত্র কিডনি রয়েছে। ম্যাচ খেলার সময় বুকের পাঁজর ভেঙ্গে গিয়ে তার একটি কিডনি কেটে বাদ দিতে হয়েছিল। সূত্র: বাসস।