নিজ মাঠে বড় জয় দিয়ে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু করেছে বার্সেলোনা। নিজ মাঠে হাঙ্গেরির ক্লাব ফেরেনতসভারোসকে ৫-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। নয়ুন কোচ রোনালড কুমানের অধীনে বার্সেলোনার প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচ জয় এটি।
কাম্প ন্যুয়ে শুরু থেকে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা। গোল পেতে কিছুটা সময় লাগে তাদের। ২৬ মিনিটে লিওনেল মেসিকে নিজেদের বক্সে ফাউল করেন ফেরেনতসভারোসের ডিফেন্ডার আদনান কোভাসেভিচ। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট থেকে নিজের ১১৬ নম্বর চ্যাম্পিয়নস লিগ গোল করেন মেসি।
বিরতির আগে আরও এক গোল পায় বার্সেলোনা। প্রতিপক্ষের বক্সে ফ্র্যাংকি ডি ইয়ং এর পাস খুঁজে নেয় আনসু ফাতিকে। বার্সেলোনার ব্যবধান দ্বিগুণ করতে ভুল করেননি ১৭ বছরের এই স্প্যানিয়ার্ড।
২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ঘরের দল। বিরতির পরও প্রতিপক্ষের উপর চাপ বজায় রাখে ব্লু গ্রানা। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেন মেসি। ৫২ মিনিটে বার্সার তৃতীয় গোল আসে মাঝমাঠে মেসির সঙ্গী ফিলিপে কোতিনিয়োর কাছ থেকে।
ফাতির অ্যাসিস্টে ম্যাচকে ফেরেনতসভারোসের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান কোতিনিয়ো।
৬৭ মিনিটে সফরকারী দল একটি সান্ত্বনাসূচক গোল পায়। টোকমাক এনগুয়েনকে বক্সে ফাউল করায় জেরার্ড পিকেকে লাল কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টির নির্দেশও দেন রেফারি। সেখান থেকে গোল করেন ইগর খারাতিন।
শেষদিকে আক্রমণের মাত্রা আরও তীব্র করে বার্সেলোনা। ম্যাচ শেষ হওয়ার আগে আদায় করে নেয় আরও দুই গোল। ৮২ মিনিটে স্কোরশিটে নাম উঠান আরেক তরুণ তারকা পেদ্রি।
আর শেষ বাঁশির কিছুক্ষণ আগে মেসির অ্যাসিস্ট থেকে দলের পাঁচ নম্বর গোল করেন উসমান ডেম্বলে।
গ্রুপ জির অন্য ম্যাচে, ইউক্রেইনের ক্লাব ডিনামো কিয়েভকে ২-০ গোলে হারায় ইতালিয়ান চ্যাম্পিয়ন ইউভেন্তাস। দুটি গোলই আসে আলভারো মোরাতার পা থেকে।