বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নেপালের বিপক্ষে ৩৬ জনের স্কোয়াড বাংলাদেশের

  •    
  • ২০ অক্টোবর, ২০২০ ১৯:৩৫

মঙ্গলবার সন্ধ্যায় দল ঘোষণা করেছে ফেডারেশন। ৩৬ সদস্যের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন চার নতুন ফুটবলার। ২৩ অক্টোবর জাতীয় দলের সহকারী কোচ মাসুম পারভেজের কাছে ফুটবলারদের রিপোর্ট করতে বলা হয়েছে।

নভেম্বরে নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য ৩৬ জন ফুটবলারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক মাস আগে বিশ্বকাপ বাছাইয়ের দলটিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

মঙ্গলবার সন্ধ্যায় দল ঘোষণা করেছে ফেডারেশন। ৩৬ সদস্যের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন চার নতুন ফুটবলার। ২৩ অক্টোবর জাতীয় দলের সহকারী কোচ মাসুম পারভেজের কাছে ফুটবলারদের রিপোর্ট করতে বলা হয়েছে।

ক্যাম্পে ডাক পাওয়া দলের সঙ্গে যুক্ত হয়েছেন ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি ফুটবলার তারিক কাজী। এছাড়াও নতুন তিন ফুটবলার নাজমুল ইসলাম রাসেল (বাংলাদেশ পুলিশ), এম এস বাবলু (বাংলাদেশ পুলিশ) ও সুমন রেজা (উত্তর বারিধারা) যোগ দিচ্ছেন ক্যাম্পে। জাতীয় দলের প্রধান কোচ জেমি ডেসহ বিদেশি কোচিং স্টাফ যোগ দিচ্ছেন ২৮ অক্টোবর।

১৩ ও ১৭ নভেম্বর দুটি ফিফা প্রীতি খেলবে নেপাল ও বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি।

বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক: আশরাফুল রানা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকো, পাপ্পু হোসেনডিফেন্ডার: তপু বর্মন, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, মঞ্জুরুল ইসলাম মানিকমিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, তারিক কাজী, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মাসুম মিয়া জনি, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, আরিফুর রহমান, রিয়াদুল হাসান রাফি, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেইন, নাজমুল ইসলাম রাসেলফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দীন, নবীব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ আব্দুল্লাহ, এম এস বাবলু, সুমন রেজা

এ বিভাগের আরো খবর