শনিবারের এল ক্লাসিকো দিয়ে মাঠে ফিরছেন সার্হিও রামোস। হাঁটুর চোট কাটিয়ে এখন পুরো সুস্থ রিয়াল মাদ্রিদ অধিনায়ক। দলের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে বুধবার শাখতার দনেৎস্কের বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। চিরপ্রতীদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এই সেন্টার ব্যাককে ম্যাচ ফিট অবস্থায় পাচ্ছে রিয়াল।
গেল শনিবার লা লিগায় নবাগত কাদিসের বিপক্ষে লা লিগায় ১-০ গোলের হারের ম্যাচে বিরতির পর বেঞ্চে চলে যান রামোস। বাম হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। দ্বিতীয়ার্ধের প্রায় পুরো সময় তাকে হাঁটুতে বরফ লাগাতে দেখা গেছে। মেডিকেল পরীক্ষার পর মাদ্রিদ নিশ্চিত করেছে রামোসের বড় কোনো ইনজুরি নেই।
রামোস সুস্থ হয়ে ফিরলেও, ক্লাসিকোতে রিয়াল পাচ্ছে না মার্টিন ওডেগার্ডকে। কাফ মাসলের সমস্যায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড।