বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নেইমারকে ছাড়া পিএসজির বড় জয়

  •    
  • ১৭ অক্টোবর, ২০২০ ১৫:০৮

এমবাপে জোড়া গোল করেছেন। একটি করে গোল এসেছে আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি এবং পাবলো সারাবিয়ার কাছ থেকে

নিমের মাঠে প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে ছিলেন না নেইমার, আনহেল দি মারিয়া, মার্কো ভেরাত্তি এবং মার্কিনিয়োসের মত নিয়মিতরা। তারপরও বড় জয় পেতে সমস্যা হয়নি ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের।

নিমের মাঠে শুরুতে ধাক্কা খায় পিএসজি। নয় মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন লিয়ান্দ্রো পারেদেস। আর্জেন্টাইন এই মিডফিল্ডারের বদলে মাঠে নামেন আনদার এরেরা।

নিমের জন্যও অপেক্ষা করছিল দূর্ভাগ্য। ১২ মিনিটে রাফিনিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন লোয়াঁ লদ। বাকি সময়টুকু ১০ জন নিয়েই খেলতে হয় নিমকে। একজন বেশি খেলোয়াড়ের সুবিধা পুরোপুরি ভাবে কাজে লাগায় পিএসজি।

৩২ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। রাফিনিয়ার পাস থেকে গোল করেন কিলিয়ান এমবাপে। এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পিএসজি।

১০ জন নিয়ে দ্বিতীয়ার্ধে পিএসজিকে আধঘন্টারও বেশি সময় আটকে রাখে নিম। ম্যাচে দ্বিতীয় গোল পায় সফরকারীরা ৭৭ মিনিটে।

পাবলো সারাবিয়ার অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি। বাকি ১৩ মিনিটে আরও দুই গোল হজম করে নিম। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপে। চার মিনিট পর পিএসজির বড় জয় নিশ্চিত করেন সারাবিয়া।

এ বিভাগের আরো খবর