পর্তুগালের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে তারা জানায়, 'রোনালডো ভাল আছেন এবং তার কোনো লক্ষণ নেই। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।'
করোনা পজিটিভ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালডো। পর্তুগালের অনুশীলন ক্যাম্পে করোনা পরীক্ষা হলে করোনা ধরা পড়ে জাতীয় দলের অধিনায়কের।
পর্তুগালের ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে তারা জানায়, 'রোনালডো ভাল আছেন এবং তার কোনো লক্ষণ নেই। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।'
তিনি ছাড়া স্কোয়াডের আর সবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
করোনার কারণে পর্তুগালের হয়ে সুইডেনের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে থাকছেন না সিআর সেভেন। আর শনিবার ইউভেন্তাসের হয়ে সেরি আয় খেলতে পারবেন না ক্রোতোনের বিপক্ষে ম্যাচ।
ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে ডিনামো কিয়েভের বিপক্ষে ২০ অক্টোবর চ্যাম্পিয়নস লিগ ম্যাচেও থাকতে পারবেন না এই ফরোয়ার্ড।