মার্চে ফুটবল প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ হয়েছিল। এরপর কেটে গেছে প্রায় সাত মাস। করোনার কারণে লিগ বাতিল হলেও পরবর্তী লিগ কবে মাঠে গড়াবে সেটা নিয়েও কোন সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
কবে মাঠে ফিরছে ফুটবল? সমর্থকদের পাশাপাশি এই প্রশ্ন বসুন্ধরা কিংসে আর্জেন্টাইন ফরোয়ার্ড এর্নান বারকোসেরও।
'ফুটবল কি একদিন ফিরবে বাংলাদেশে? নাকি আমরা চিরকাল শুধু অনুশীলনই করে যাবো?' এক ফেসবুক পোস্টে প্রশ্ন রেখেছেন লিওনেল মেসির সাবেক এই সতীর্থ।
করোনার জন্য লিগের পাশাপাশি স্থগিত হয়েছে এএফসি কাপ ও বাংলাদেশ দলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।
নির্বাচনের আগে পেশাদার লিগ কমিটির শেষ বৈঠকে বাফুফে জানিয়েছিল, ক্লাব ফুটবলের দলবদলের হতে পারে নভেম্বরে এবং তার পরই ডিসেম্বরে ফেডারেশন কাপের মধ্যে দিয়ে মাঠে ফিরতে পারে ফুটবল।
সেই অপেক্ষাতেই আছেন বাংলাদেশের পেশাদার ফুটবলাররা।