পিঠের ইনজুরি নিয়ে বুধবার ব্রাজিলের অনুশীলন সেশন ছেড়েছেন নেইমার। এতে করে শনিবার বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
ব্রাজিলের দলীয় চিকিৎসক রডরিগো লাসমার গণমাধ্যমকে জানিয়েছেন নেইমারের চিকিৎসা শুরু হয়েছে। কিন্তু এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছেনা।
লাসমার বলেন, 'আজ অনুশীলনে পিঠের নীচের দিকে ব্যথা অনুভব করেছেন নেইমার। যে কারনে তাকে অনুশীলন থেকে উঠিয়ে নেয়া হয়। ইতোমধ্যেই তার ফিজিওথেরাপি শুরু হয়েছে। নেইমারের ইনজুরি পর্যবেক্ষণ করা হচ্ছে।'
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে ইনজুরির কারণে ব্রাজিলের দল থেকে এর আগে বাদ পড়েছেন গোলকিপার আলিসন ও স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস। সূত্র: বাসস।