বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আর্জেন্টিনার প্রস্তুতি ক্যাম্পে মেসি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ অক্টোবর, ২০২০ ১৭:১১

ইনজুরির কারণে স্কালোনি দলে পাচ্ছেন না ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড সার্হিও আগুয়েরোকে। আর পিএসজির আনহেল দি মারিয়া দলে নেই।

আর্জেন্টিনা জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। শুক্রবার ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করতে যাচ্ছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

রাশিয়া বিশ্বকাপে হতাশ করা দলটি থেকে এবারের আর্জেন্টাইন দলে এসেছে পরিবর্তন। তরুণ কোচ লিওনেল স্কালোনির অধীনে অপেক্ষাকৃত তরুণ দলটি উজ্জীবিত। তরুণদের পাশাপাশি বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ের ওপর আস্থা রেখেছেন কোচ।

স্কালোনি বলেছেন, ‘আমার এই দলে সাত থেকে আটজন পুরোনো খেলোয়াড় রয়েছেন। যাদের ভরসা করতে হচ্ছে। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে চাই।’

ইনজুরির কারণে স্কালোনি দলে পাচ্ছেন না ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড সার্হিও আগুয়েরোকে। আর পিএসজির আনহেল দি মারিয়া দলে নেই। 

আর্জেন্টাইন কোচ বলেন, ‘মেসি তার সাথে দলে দুজন খেলোয়াড়ের প্রয়োজন অনুভব করেন, যাতে সে অ্যাসিস্ট করতে পারে এবং মাঝে মাঝে নিচে নেমে খেলতে পারে। এভাবেই আমরা ২০১৯ কোপা আমেরিকায় সফল হয়েছিলাম।’

মেসির সঙ্গে উইঙ্গার হিসেবে সেভিয়ার লুকাস ওকাম্পোসকে খেলাবেন স্কালোনি। তবে সেজন্য ইউভেন্তাসের পাওলো দিবালা এবং ইন্টার মিলানের লাউতুরো মার্তিনেসের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে স্কালোনিকে। সূত্র: বাসস।

এ বিভাগের আরো খবর