বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেভিয়ার বিপক্ষে পয়েন্ট হারাল বার্সেলোনা

  •    
  • ৫ অক্টোবর, ২০২০ ১০:৪৬

সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিওনেল মেসির দল। লুক ডি ইয়ংয়ের গোলে সেভিয়া এগিয়ে যাবার পর কাতালানদের সমতা এনে দেন ফিলিপে কোতিনিয়ো।

স্প্যানিশ লা লিগায় প্রথম দুই ম্যাচ জেতার পর, তৃতীয় ম্যাচে এসে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। নিজ মাঠে সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিওনেল মেসির দল। লুক ডি ইয়ংয়ের গোলে সেভিয়া এগিয়ে যাবার পর কাতালানদের সমতা এনে দেন ফিলিপে কোতিনিয়ো।

কাম্প ন্যুয়ে ম্যাচের একেবারে শুরুতে এগিয়ে যায় সেভিয়া। সাত মিনিটে বক্সে সুসোর ক্রস বার্সেলোনা ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে, তা থেকে গোল করেন ডি ইয়ং। নতুন মৌসুমে এই প্রথম বার্সেলোনার বিপক্ষে স্কোর করল কোনো দল।

বার্সেলোনা ম্যাচে ফেরে এর দুই মিনিট পর। মেসির লম্বা পাস থেকে বল পেয়ে জোর্দি আলবা অ্যাসিস্ট করেন কোতিনিয়োকে। সমতা ফেরাতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান।

প্রথমার্ধে আরও দুটি সুযোগ পায় বার্সেলোনা। ৩০ মিনিট ও ৪৩ মিনিটে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন আতোঁয়া গ্রিজমান ও মেসি।  

বিরতির পরও, গোলের জন্য মরিয়া চেষ্টা চালায় বার্সেলোনা। গ্রিজমান ও আনসু ফাতিকে বদলিয়ে ত্রিনচিয়াও ও পেদ্রিকে মাঠে নামান বার্সা কোচ রোনাল্ড কুমান।

ম্যাচের শেষ ১০ মিনিট সেভিয়াকে চেপে ধরে স্বাগতিক দল। ৮১ মিনিটে মেসির শট ঠেকিয়ে দেন সেভিয়া গোলকিপার ইয়াসিন বনু। 

পরের মিনিটেই সুযোগ হাতছাড়া করেন ফ্র্যাংকি ডি ইয়ং। তার নেয়া শট পোস্টের বাইরে চলে যায়।

ইনজুরি টাইমে শেষ সুযোগ পেয়েছিল বার্সেলোনা। কিন্তু ত্রিনচিয়াওয়ের শট প্রতিহত করেন বনু।

ম্যাচ শেষে দুই দলেরই সংগ্রহ দাঁড়িয়েছে সাত পয়েন্ট। বার্সেলোনা আছে টেবিলের পাঁচে আর সেভিয়া তাদের পরের অবস্থানে।

এ বিভাগের আরো খবর