টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হওয়া কাজী সালাউদ্দিন বলেছেন, তিনি রাজনীতি করতে নয়, ফুটবলের উন্নয়ন করতেই এসেছেন।
শনিবার রাতে নির্বাচনের ফল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।
নির্বাচনে মোট ১৩৯ ভোটের মধ্যে সালাউদ্দিন পেয়েছেন ৯৪ ভোট। তার প্রতিপক্ষ শফিকুল ইসলাম মানিক পেয়েছেন মাত্র ১ ভোট। নির্বাচনে ‘না থেকেও থাকা’ বাদল রায় পেয়েছেন ৪০ ভোট।
নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদেও জয় পেয়েছে কাজী সালাউদ্দিনের প্যানেল। ৯০ ভোট পেয়ে টানা চতুর্থবারেরর মতো দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার দ্বিতীয় সর্বোচ্চ পদে জয় পেয়েছেন আব্দুস সালাম মুর্শেদী।
সালাউদ্দিন বলেন, 'আমাদের বিজয় ভোটারদের বিজয়। ভোটাররা আপনাদের রেজাল্ট দিয়ে দিয়েছে। নির্বাচনের আগে কয়েক দিনে অনেকে অনেক কথাই বলেছে। তবে উত্তরটা দেওয়ার ছিল ভোটারদের, তারা উত্তর দিয়েছে। আমি ভোটারদের ধন্যবাদ জানাই।'
তিনি আরো বলেন, '২০০৮ সালে আমি ৮০ ভোট পেয়ে পাস করেছি। শেষবার অর্থাৎ ২০১৬ সালে ৮৪ ভোট। এবার ৯৪ ভোট। আমি তো দেখছি, আমার ভোটের সংখ্যা বাড়ছে।
'লোকজন অনেক কিছুই বলছে। আমাকে নাকি চায় না। কিন্তু যারা ফুটবল করছে, আমি তো তাদের কাছে জনপ্রিয় আছি। আমি ফুটবলের উন্নয়ন করতে এসেছি, রাজনীতি করতে না।'